আমি আমার জীবনের অনেকটা পথ পার করে এসেছি, এতটা পাথ পার করেছি যে চাইলেই আর ফিরতে পারি না।
আমি শুধু আমার ভালবাসার মানুষটাকে খুঁজে বেড়াই যাকে এই জীবনে আর খুঁজে পাব না। না পাওয়াই ভাল, পেলে হয়ত খুব খুব বাজে ভাবে আমাদের ঝগড়া হত। আমাদের মনের অন্ধকার দিকগুলি প্রকাশ পেয়ে যেত। তার চেয়ে এই ভাল, সব খারাপের ভাল দিকও আছে।
আমার খুব ইচ্ছা করে এমন কেউ থাকুক যার কাঁধে মাথা রেখে মন খুলে খিল খিল করে হাসতে পারি, কাঁদতে পারি, ঝগড়া করতে পারি... মন খুলে সব কথাগুলি বলতে পারব। যে আমাকে এবং আমার অনুভূতিগুলি বুঝবে।
তাকে আমার ভালবাসার মানুষ হতে হবে এমন কোন কথা নেই।
আমার একটা অপরাধবোধ আজও আছে, যাকে আমার ভালবাসার কথা ছিল তাকে আমি সেভাবে ভালবাসতে পারি নাই, পারাটা উচিত ছিল।
নও তুমি দীর্ঘখায়, খর্বখায়ও নও
ভীড়ে মিশে গেলে তুমি, সনাক্ত করা দায়
অথচ কথাও যেন কি একটা আছে
বুঝা যায় চোখ পড়লেই, তোমার ভেতর!
তোমার দুচোখ নয় যেমন তেমন...
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




