আমি ক্লান্ত, খুব ক্লান্ত। আজকাল আর পারিনা, কোন বোঝা টানতে। এভাবে বলা হয়ত ঠিক হচ্ছে না। নিজের জগত নিজের সংসার তা যেমনই হোক না কেন, বোঝা নিশ্চয় বলা যায় না। কিন্তু কি করি বা কি করব, আমি যে আর পারি না। আজকাল অল্পতেই হাঁপিয়ে উঠি। খুব বিরক্তি নিয়ে কাজ করতে যাই। আমার আজকাল খুব ইচ্ছা করে যাযাবর হয়ে যেতে। একটা কথা আছে তা হল, সুখে থাকলে ভুতে কিলায়। আমারও হয়েছে সে দশা ! আমার কোন কিছু নিয়ে চিন্তা করতে হয় না খুব একটা, চাইলে মাত্র সব হাতের কাছে পেয়ে যাই, সব কিছু থেকে দূরে থাকতে থাকতে যা হয়েছে তা হল আমি আজকের এই ক্লান্ত আর বিষন্ন আমিতে পরিণত হয়েছি।
এর থেকে বের হওয়া দরকার। অনেক ভাবে চেষ্টা করেছি, ঘরের কাজে মন দিয়ে দেখলাম, আমার রুমকে নতুন করে গোছানোর দিকেও গিয়েছি, কিছুতেই কিছু হয় না। উৎসাহ হারিয়ে ফেলি মাঝপথে। আমি শুধু আমার কাজের ক্ষেত্রকেই ভালবাসি। বাসায় ফিরলেই আলস্য ঘিরে ধরে। দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি।
একটা কাজই খুব ভাল পারি, গান শুনতে শুনতে বই পড়া। এটাই আমার জগত, বাকি সব মিথ্যা।
আমি চিৎকার করতে চাই খুব, বষ্টিতে ভিজতে ভিজতে !!!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭