আজ ঘুম থেকে উঠে কতক্ষণ ভাবলেশহীন নিষ্পলক তাকিয়ে রইল ছাদের দিকে, এরপর তার মাথা কাজ করতে শুরু করল...
কিছু কথা সে নিজের সাথে নিজেই মনে মনে কথা বলল, এরপর এদিক ওদিক তাকাতে শুরু করল। সাথে সাথেই সে চমকে উঠল ভীষন ভাবে।
নিজেকে আজ বোকা বোকা মনে হল নতুন করে... কিভাবে ভুলে ছিল সব, কিভাবে ?
কিভাবে ?
উত্তর খুঁজতে গিয়ে দেখল রাগ আর ঘৃণার বদলে তার খুব কষ্ট হচ্ছে ...
কষ্ট ... !!!
ধীরে ধীরে বেগুনী কষ্টগুলি ধীরে ধীরে রঙ বদলাতে লাগল ...
কেমন করে যেন গোলাপি হয়ে গেল ......
কেমন করে যেন...
ভাসতে লাগল মেঘের সাথে সুখ স্মৃতিতে ...
আহা !
এমন দিনও ছিল।
তার খুব কান্না পেতে লাগল ...
ভাল লাগছে কান্না করতে!
বুঝতে পারল - মাঝে মাঝে কান্না, সুখের কান্নাও হয় তাহলে !
সব কিছুতেই সুখ খুঁজে নিতে হয়, সব কিছুতেই ...............।।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





