তুমি এসেছিলে কোনো এক সকালে কুয়াশার প্রান্ত বেয়ে
এসেছিলে সকালের শিউলি ফুলের সঙ্গি হয়ে
কোনো এক ভোরবেলায়।
তারপর আমার সারা দিন, সারা মন জুড়ে
শুধু তুমি আর তোমার সপ্ন ।
তারপর কোনো এক কুয়াশা বিকেলে-
তুমি হারিয়ে গেলে হঠাৎ করেই।
তবে কেন মিছে সপ্ন একেছিলে আমার চোখে?
চলে যদি যাবেই তবে কেন এ মিছে সপ্ন দেখানো?
কেন এ কস্ট দেয়া?
শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য
আজ আমার পৃথিবী এলোমেলো।
শুধু তোমায় ভেবে আজও আমি পারি না
কার চোখে চোখ রাখতে।
আজও পারিনা কারও বাড়ানো হাতের
আহবান নিতে।
আজও পারিনা-শুধুই তোমার জন্য।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




