জীবনের কোনো এক বাকে
এশে দাড়িয়েছিলে তুমি-
আমার সপ্নকে রুপ দিয়ে।
তবু হয়নি হাতে হাত রাখা, অথবা চোখে রাখা চোখ
হয়নি একটু হাসি অথবা একটু কান্না
কিংবা একটু মান- অভিমান...
হয়নি বলা শেই চিরন্তন কথা-
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
বাস্তব আর কল্পনার মাঝের পার্থক্য মুছে দিয়ে
পারিনি তোমায় কাছে টানতে
পারিনি হাত দু'টো ধরতে
পারিনি চোখে চোখ রেখে
ছুতে চিরচেনা সপ্নটাকে।
তারপর একদিন
সপ্নগুলো ধরতে গিয়ে দেখি
তুমি চলে গেছ বহুদুরে
বদ্ধ দুয়ারের ওপারে
আমার বাড়ানো হাত দু'টি ছেড়ে
অন্যের হাত ধরে--------
তারপর কেটে গেছে কতগুলো বছর
অথচ আজও আমি দাড়িয়ে সেখানেই।
আজও আছি হাত বাড়িয়ে
দ্ষ্টি বিছিয়ে তোমার পথে,
যে পথে ফেলে গিয়েছো তোমার স্মৃতি
যে পথে পড়ে আছে আমার না বলা হাজারো কথা---
তুমি শুনতে কি পাও সে কথা?
তুমি শুনতে কি পাও আমার কান্না?
দেখতে কি পাও আমার হ্রদয়ের রক্তক্ষরন?
অথবা প্রতিমুহুর্তে ভেঙ্গে পড়া আমার হ্রদয়ের টুকরোগুলো?
হয়তোবা হ্যা, হয়তোবা না।
হয়তোবা তুমি অনুভব করো আমাকে
হয়তোবা না।
হয়তোবা............জানি না, জানি না।
যখন উঠে কালবোশেখীর ঝড়
অথবা ঝরে বরষার বাদল
যখন শরতের নীল আকাশে সাদা মেঘ ভাসে
অথবা শীতের মৃদুমন্দ হাওয়া উড়িয়ে দেয় চুল
যখন ডাকে বসন্তের কোকিল...
ভুলে যাওয়া তুমি আবারো নাড়িয়ে দিয়ে যাও আমার হ্রদয় কড়া;
নিজের হ্রদয় দুয়ার বদ্ধ রেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




