আজকের সকালটা ছিল অন্যরকম একটা সকাল...মাঝে মাঝে এমন কিছু সকাল আসে...অকারনেই মন ভাল করে দেয়... আজ সকালটা ছিল তেমন এক্তা সকাল... একটু ভেজা...বৃস্টির মতো ঝরে পড়ছিল কুয়াশা টুপটাপ শব্দে... গাছের সবুজ পাতাগুলু তাকিয়ে ছিল লজ্জারাঙ্গা নববধুর মত আনত মুখে.....বাতাসে ভেসে আসছিল কেমন যেন একটা মিস্টি গন্ধ......সোদা মাটির গন্ধ...ইট কাঠের এই শহরে এমন একটা সকাল পাওয়াটা আসলে মনে হয় সপ্নের মতো...শাহবাগের মোড়ের সকালটা আমার খুব প্রিয়...।কত মানুস কতরকমের ফুল নিএ আসে...ক্রেতা আর বিক্রেতাদের হাকডাকে গরম হয়ে থাকে রাস্তার মোড়ট্রা...আর সেই সাথে কত যে ফুলের গন্ধ! নাম জানা আর না জানা... সকালের বাতাসটা ভারী হয়ে থাকে গোলাপ, রজনীগন্ধা আর গাদা ফুলের গন্ধে...একেকদিন কিছু ফুল আসে নাম না জানা... কিন্তু এত্ত সুন্দর তাদের রঙ আর রুপ! নাম না জানা দেখেই কি তারা এত সুন্দর? মাঝে মাঝে নাম জানতে ইচ্ছে করে...আবার মাঝে মাঝে ভাবি থাক না...নাই বা জানলাম তাদের নাম...হোক না তারা নাম না জানা অজানা...নামে কি বা আসে যায়?
আজ সকালটা সত্যিই ছিল একটা অন্যরকম সকাল... ৭ঃ৩০ টা সময়ও এই যান্ত্রিক শহরের রাস্তাগুলু ছিল ফাকা... মাঝে মাঝে সুধু দুই একটা গাড়ি চলে যাচ্ছে হুশহাশ শব্দে... আর ছিল রিকশার ক্রিং ক্রিং বেল এর শব্দ...
গাছে গাছে ছিল নতুন কুড়ির আভাস...কার্জন হল এর সামনে ফুটেছিল লাল লাল পলাশ ফুল... আর সেই সাথে পুর ক্যাম্পাস জুড়ে গাছের পাতার আড়ালে কোকিলের কুহু কুহু ডাক...কোকিলের ডাকটাও আজ ছিল ব্যাকুলতায় ভরা...কার জন্য যেন অপেক্ষা...কাকে যেন কাছে পাওয়ার ব্যাকুলতা! হয়তো ছিল হয়তোবা না... হয়তো পুরতাই ছিল আমার কল্পনা... কিন্তু আজ বহুদিন পর সপ্নের সবগুলু রঙ দিয়ে দেখেছি দিনটা...কিন্তু এখন দিন শেষে ভাবনা বইছে নতুন পথে... ভাবছি সত্যিই কি আজ এত সপ্নময় ছিল দিনটা? নাকি মনের রঙ্গে রাঙ্গিযে নিযেছিলাম দিনটা!
যাই হোক না কেন...আজ সত্যি হোক আর কল্পনা হোক দিনটা কেটেছে কল্পনারই মতো...
নিজের মনে প্রশ্ন করে যে উত্তর পাই ভয় লাগে তাকে সত্যি ভাবতে...কল্পনা আমার কল্পনাই থেকে যাবে নাতো? না চাইতেও যে কল্পনার আকাশে উড়তে ছেড়ে দিয়েছি নিজের মনের নাটাই সুতো ছিড়ে হারিয়ে যাবে নাতো আমাকে রিক্ত করে দিয়ে?
যাই হোক না কেন...আজ দিনটা কিন্তু সত্যি ছিল রাঙ্গানো কল্পনার যত রঙ থাকতে পারে তার সবটা দিয়ে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




