আচ্ছা... তুমি কি কখন দেখেছো দখিন আকাশ জুড়ে ছেয়ে থাকা কালো মেঘ?
আমার মন জুড়ে আজ সেইরকম কালো মেঘ
বৃস্টি তবু ঝরছে না...
আজ তাই আমার মন খারাপ।
তুমি কি দেখেছো কখনো কচুপাতার উপর জমে থাকা শিশির বিন্দু?
আমার চোখের কোনে আজ সেইরকম একফোটা টলটলে শিশির বিন্দু
ঝরে তবুও পড়ছে না...
আজ তাই আমার মন খারাপ।
আচ্ছা... বলতো...দেখেছো কি কখনো ফসল কাটার পর শূন্য মাঠের রিক্ততার হাহাকার?
আজ আমার পুরো মন জুড়ে সেইরকম শূন্যতা
কিছুতেই যেন ভরছে না...
আজ তাই আমার মন খারাপ।
দেখেছো কি শীতের সকালে মাঠের উপর ঝুলে থাকা কুয়াশার পর্দা?
আজ আমার স্ম্তি জুড়ে সেইরকম পর্দা
কিছুতেই তার উন্মোচন হচ্ছে না...
আজ তাই আমার মন খারাপ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




