আবার বলো এবং একবার আবার বলো
যে তুমি ভালবাসো আমাকে। যদিও পুনরাবৃত্তি করা শব্দগুলো
মনে হবে, " কোকিলের গান", তবুও তুমি সেভাবে বলো।
মনে রেখো, কখনোই পাহাড় অথবা সমতলে
উপত্যকা অথবা বনে, কোকিলের গান ছাড়া
আসেনা বসন্ত তার পরিপুর্ন সবুজ নিয়ে।
প্রিয়, আমি, দৃশ্যমান অন্ধকারের মাঝে
একটা দিধান্নিত বিদেহী সরে, সেই দিধার কষ্টে
চিৎকার করি," বলো আরেকবার- তুমি ভালবাসো"।।
কে শংকিত দেখে
এত তারা, যদিও তারা প্রত্যেকে সর্গে গড়াবে
এত ফুল, যদিও প্রত্যেকে সুশোভিত করবে বছরটিকে?
বলো তুমি আমাকে ভালবাসো, ভালবাসো আমাকে, আমাকেই- করো
রুপালী পুনরাবৃত্তি। শুধু মনে রেখো প্রিয়
ভালবাসতে আমাকে
নিঝুম নীরবতায়ও তোমার সত্তা দিয়ে।
(Translation of Sonnet 21- A sonnet by E.B Browning)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




