......আমাদের দেশে বর্তমান যে সব জাতীয় সমস্যা আছে, তাদের মধ্যে একটি হচ্ছে "ইভটিজিং"....!!! ওহ্ থুক্কু...!!! "যৌন হয়রানি!!!"
........পিচ্চি বয়স থেকেই আমি কেমন জানি সুন্দরী মেয়েদের উদ্দেশ্যে টুকিটাকি মন্তব্য করতাম কিন্তু এখন আর করিনা!!! কারন যেদিন থেকে ইভটিজিং শব্দটার সংশোধিত রূপ "যৌন হয়রানি" হয়েছে সেদিন থেকে নিজের বোরখা পরা মা-খালাদের দেখলেও শুধু তাদের চোখ দেখে তাদের চিনতে পারার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি.....
......আমি ছোটবেলা থেকেই কেমন জানি একটু ভীতু টাইপের!!!
.........যাইহোক, ইভটিজিং করতে প্রথম উৎসাহ পাই ভার্সিটি লেভেলে!!! আমার ক্লাসের ফিন্যান্স টীচার প্রথম দিনে প্রথম ক্লাসেই বলে দিয়েছিলেন যে ইভটিজিং যদি করিও তবুও তা যেনো খুব পজেটিভ ভাবে করি!!! যাতে মেয়েরা বিরক্ত না হয়!! এব্যাপারে টুকিটাকি গাইডলাইন ও ঐ টীচারের কাছে পেয়েছিলাম!! তো টীচারের শেখানো পদ্ধতি মত ইভটিজিং করতে গিয়ে দেখি, ওমা..... ললনারা তো মহা খুশী!!!
.......হয়তো কোনো একটা সুন্দরী মেয়ে ভার্সিটির বারান্দা দিয়ে যাচ্ছে, সাথে সাথে আমার জিহ্বায় চুলকানী উঠে গেল!!! আমি মেয়েটাকে লক্ষ্য করে বন্ধুদের উদ্দেশ্যে বললাম "বাঃ চুল টা তো খুব সুন্দর....???" কখনো কখনো বলতাম "হুমমম... সো সুইট...." আবার কখনো কখনো বলতাম "চোখটা বেশ আকর্ষনীয়....!!" আমার এই টিজিং গুলো শুনে মেয়েদের মুখের যে অবস্হা হত, তা দেখে অনুমান করা কঠিন হতনা যে তাদের মনে কি ধরনের আনন্দের সুনামী বইছে....!!!
........ঐ ছিল আমার ইভটিজিং এর নমুনা!!! মেয়েরা মনে হয় ব্যাপারটা পছন্দ করত বলেই বন্ধুদের সাথে নিয়ে অনেকদিন পর্যন্ত কাজটা করেছি!!!
............ এই লেখাটা আমি আমার নিজের জীবন থেকে নিয়েই লিখলাম!!! আমার এই লেখায় আমি কাউকে ইচ্ছেকৃতভাবে অপমান করতে চাইনি!!! আমার এই লেখা যারা পড়বেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে, তারা যেন এটা ফান হিসেবেই নেন!!!
......আমার এই লেখাটা সামুর কয়েকজন ব্লগারের উদ্দেশ্যে উৎসর্গ করলাম!!! যারা কেমন জানি কিসের আশায় আমার মত আনাড়ি মার্কা ব্লগারের ব্লগে মাঝে মাঝেই ঢু মারেন হয়তোবা নতুন কিছু পড়ার আশায়!!! তাদের আর হতাশ করতে ইচ্ছে হলনা!!! তাই কয়েক সপ্তাহ আগে ড্রাফ্টে সেভ করে রাখা লেখাকে আজকে শুধুমাত্র তাদের জন্যই মুক্ত করে দিলাম!!!!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



