দৈনিক মানবজমিন এর খবর
বিশেষ ক্যাম্পেইনে শাহরুখ-বিদ্যা
শনিবার, ২১ এপ্রিল ২০১২
শাহরুখ খান এবং বিদ্যা বালানকে নিয়ে একটি বিশেষ ক্যাম্পেইনের চিন্তা করছেন ভারতের পল্লী উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। এই দুই তারকাকে দিয়ে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করবেন তিনি। এরই মধ্যে জয়রাম রমেশ প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন শাহরুখ ও বিদ্যার সঙ্গে। মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে শাহরুখ এবং বিদ্যার সঙ্গে এই ক্যাম্পেইন নিয়ে কথা বলেছি। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
এই ক্যাম্পেইনে ইতিমধ্যেই শামিল হয়েছেন ক্রিকেটার শচিন টেন্ডুলকার। মন্ত্রী রমেশ জানান, ভারতের অধিকাংশ লোক খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন। এটা ভয়াবহভাবে পরিবেশ দূষণ করছে। তাই এই দূষণ বন্ধ করতে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে। ভারতের পল্লী উন্নয়ন মন্ত্রীর মতে, দ্রুত এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে সেলিব্রেটিরাই পারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। ভারতের ২০১১ সালের সরকারি জরিপ অনুযায়ী, দেশটির জনসংখ্যার ৪৯.৮ ভাগ মানুষই খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। এদের মধ্যে ৪৬.৯ শতাংশ মানুষ ল্যাট্রিন ব্যবহার করে এবং বাকি ৩.২ শতাংশ মানুষ ব্যবহার করে পাবলিক টয়লেট। কিন্তু এখন শাহরুখ আর বিদ্যাকে দেখা যাবে ভারতীয়দের ল্যাট্রিন ব্যবহারে উদ্বুদ্ধ করতে।
দৈনিক মানবজমিন এর খবর
সর্বশেষ আপডেট শনিবার, ২১ এপ্রিল ২০১২ ২৩:২০
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





