ভয়েস এবং ভিডিও চ্যাটিং সুবিধা আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গুগল৷ বর্তমানে গুগলের ই-মেইল সেবা জিমেইল এ থাকা চ্যাটিং সুবিধা খুবই সীমাবদ্ধ পর্যায়ে রয়েছে৷ সংস্থাটি জানাচ্ছে, শীঘ্রই তারা বদলে দেবে এই সেবার পরিধি৷
গুগল এপ্লিকেশন-এর প্রোডাক্ট ম্যানেজার ঋষি চন্দ্র এই প্রসঙ্গে জানিয়েছেন, সংস্থাটি খুব শীঘ্রই অনেক সেবার উন্নতি সাধন করবে, যার মধ্যে মাল্টি-ইউজার ভিডিও চ্যাটিং সুবিধাও রয়েছে৷
তিনি আরো জানান, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে জিমেইলের অনেক সেবাকেই উন্নত করবো আমরা৷ ফলে ভিডিও এবং ভয়েস চ্যাটিং হয়ে উঠবে আরো সহজ এবং বহুমাত্রিক ব্যবহার উপযোগী৷
প্রসঙ্গত, ২০০৭ সালে সুইডিশ কোম্পানি ম্যারাটেক এর কাছ থেকে ওয়েব এবং ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার কিনে নেয় গুগল৷ সংস্থাটির ই-মেইল সেবা জিমেইল দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জনপ্রিয়৷ তবে ইউরোপে জিমেইলের নাম নিয়ে জটিলতা থাকায় সাধারণ ব্যবহারকারীরা এই সেবাকে চিনছেন গুগল মেইল হিসেবে৷
View this link
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





