অনেক দিন পরে ব্লগে লিখছি। রাস্তা ঘাটে চলতে যেয়ে হঠাৎ লিখতে ইচ্ছে হলো। শিশুমেলা থেকে বনানী যেতে এডিবি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) এর বিলাশবহুল অফিসটি হয়ত অনেকের চোখে পরেছে। কিছুদিন যাবৎ ওই অফিসের গেটে একজন নগ্ন এবং খুব বয়স্ক একজন মহিলা কে দেখা যাচ্ছে। মান সিক ভারসাম্য নেই হয়ত। যারা ডেভেলপমেন্ট এর নামে কোটি কোটি টাকা্ খরচ করে যাচ্ছে তাদের হেড অফিসের সামনে এরকম দৃশ্য কি মানান সই? কোনো উত্তর নেই আমার কাছে। আপনার কাছে আছে?
কিছুদিন আগে থিসিসের কাজে খুলনার কয় রা গেলাম। চোখে পানি চলে আসে। আইলা সিডর হইছে ৩ বছর আগে। কিন্তু গরীব মানুসের অবস্থা ৩ বছর আগে যা ছিল এখনো তাই আছে। এখন সামান্য একটা ঝড় আসলেই তারা আবার বিদ্ধস্ত হয়ে যাবে। ভেসে যাবে। কোটি কোটি টাকার ডোনেশন গুলো দিয়ে কি হইছে তাহলে? কোনো উত্তর নেই আমার কাছে। আপনার কাছে আছে?
আমরা এরকম হয়ে যাচ্ছি কেন? সব অনিয়ম এ আমাদের কাছে নিয়ম হয়ে যাচ্ছে। ঢাকা শহরের ফুটপাথ এ আবার নতুন করে টাইলস বসানো হচ্ছে। এটা কি খুব দরকার?
আমি নিজেও এমণ একটা বিষয়ে পড়াশোনা কচরছি আমার চাকরি করতে হবে রক্ত চোষা এন জি ও গুলোতে। মন খারাপ হয়ে যায়। কিন্তু হাল ছাড়বোনা। আমি নিজে একটা কিছু করার জন্য চেষ্টা করব। নিচে একটা ফেসবুক লিংক দিলাম। দয়া করে চেক করবেন। আপনার সহযোগিতা কামনা করছি।
আসিয়া
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





