"অপেক্ষা"!! খুব ছোট একটি শব্দ, কিন্তু মনের উপর এর প্রভাব কত সুবিশাল তা প্রেমিক মনের থেকে ভাল আর কারও বুঝবার কথা নয়। যখন তুমি কাছে ছিলে, তখন প্রতিটি দিন পার হত সেকেন্ডে, এখন হয়েছে উল্টো, সেকেন্ড পার হয় দিনে। তুমি কেন এভাবে চলে গেলে! তোমার কি আমার কথা এখন মনে পরে? তুমি আমার চোখের আড়াল হয়েছ ঠিকই, কিন্তু আমি তো তোমার মুখটা ভুলে যেতে পারিনি! এখনও চোখ দুটো বুজলেই আমি তোমার দেখা পাই। আমার দুচোখ, আমার প্রাণ তোমার অপেক্ষায় রয়েছে যেন কতকাল! মাঝে মাঝে মনে হয়, যদি তোমার বাড়ির নীচে গিয়ে সেই বারান্দার দিকে তাকিয়ে অপেক্ষায় থাকি, হ্য়ত আচমকা তুমি দেখা দেবে! কিংবা যদি আগের মত তোমার ঠিকানায় চিঠি পোস্ট করি, হয়ত তোমার জবাব মিলবে!
দিন কয়েক আগে ঈদ গেল। সবাই বলে ঈদ মানে আনন্দ। তবে আমার জীবনে কোন আনন্দ নেই। আমার সমস্ত হাসি-আনন্দ সব কিছু চলে গেছে তোমার বিদায়ের সাথে। এখন সেইদিনের অপেক্ষায় আছি, যেদিন তোমার সাথে আমার আবার মিলন হবে। সেই দিন কি আসবে? উত্তর আমার জানা নেই, তোমার যদি জানা থাকে, রাতের তারা মারফত একটু জানিয়ে যেও! কবে জানাবে! ততদিন নাহয় "অপেক্ষা" নামক শব্দটির ভার বয়ে চলি......
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



