প্রিয়তমা,
তোমার কি আমার কথা মাঝে মাঝে মনে পড়ে! নাকি ইট পাথরের চাকচিক্যময় শহরের আলোর ঝলকানি আর হৈ-হুল্লোরের মাঝে আমার কথা মনে করবার অবকাশ তোমার নেই। আমি ভাবতেও পারিনি এতদিন হয়ে যাবে তবে তোমার কোন খোঁজ পাবনা। ভেবেছিলাম যত দূরেই যাওনা কেন তুমি কোন না কোন ভাবে আমার সাথে যোগাযোগ করবেই। অথচ কতদিন হয়ে গেল, তুমি আমার সাথে একবারও যোগাযোগ করলে না! মনকে সান্তনা দেই এই বলে যে নিশ্চয় তুমি সুযোগ পাওনি। আসলেই কি তাই!
তোমাকে বোঝাতে পারবনা তোমাকে এক পলক দেখবার, তোমার কন্ঠটা একটু শোনার জন্য মনটা আমার কতটা ছটফট করছে।কি আর করা, এখন তো আমার ঝুলিতে "অপেক্ষা" ছাড়া আর কোন কিছু অবশিষ্ট নেই। তুমি নিশ্চিত জেনো, আমি তোমার অপেক্ষায় আছি, থাকব সারা জীবন....
ভাল থেকো প্রিয়তমা, ভালবাসি তোমায়, ঠিক ততটুকু যতটা ভালবাসলে আরও একটু ভালবাসতে ইচ্ছে করে!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৩ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



