আজ কতদিন হয়ে গেল, তোমার মুখটা দেখিনা! সবসময় মনটা ছটফট করতে থাকে, ভাবতে থাকি তুমি কি আমার কথা একবারও মনে করনা! একবারের জন্যও কি অবকাশ পেলেনা কোন ভাবে আমার সাথে যোগাযোগ করবার! তুমি তো বলেছিলে, আমাদের যোগাযোগ হবে যেভাবেই হোক, এমনকি তোমাকে বিকল্প উপায় বলেও দিয়েছিলাম। তারপরও তোমার কোন খবর পাচ্ছিনা! তুমি কি জাননা আমি কতটা অস্থির হয়ে থাকবে তোমার খবর না পেলে!
আজকের দিন মনটা বড় অস্থির হয়ে আছে। এতগুলা বছর আজকের এই দিনে কোন না কোন ভাবে তোমার সাথে যোগাযোগ করেছি, তোমাকে শুভেচ্ছা জানিয়ে তোমের প্রিয় খাবার খাইয়েছি। তবে আজ আমি নিরুপায়! আমার সামর্থ্য নেই তোমার সাথে দেখা করবার। তাইতো দুর থেকেই তোমাকে মনের কথা জানিয়ে দিলাম, "শুভ জন্মদিন প্রিয়তমা"। জানিনা আদৌ তোমার কান পর্যন্ত আমার কথা পৌছাবে কিনা!!! আমি হন্যে হয়ে তোমাকে খুঁজে ফিরছি, অপেক্ষায় আছি তোমাকে একবার দেখবার জন্য, তোমার কথা শোনার জন্য!!!! আমার প্রানের দিব্যি, একবার দেখা দাও!.......................
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৩ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



