আজ উৎসবের ছুটি শেষ হল, রাতের বাসে আবারও ব্যাস্ত শহুরে জীবনে ফিরে যাচ্ছি। গত ১০ দিন, ক্ষনে ক্ষনে শুধু ভাবছিলাম, যদি তোমার বারান্দার সামনে যাই তাহলে কি তোমার দেখা পাব! যদি নদীর পারে গিয়ে তোমার জন্য অপেক্ষা করি তাহলে কি তোমার দেখা পাব! আমার ছুটি ছিল কিন্তু মনে সুখ শান্তি ছিলনা। কিভাবে থাকবে বল, তোমার চেহারা না দেখে, তোমার রান্না করা খাবার না খেয়ে, খোলা রিকশাতে তোমার হাতে হাত রেখে না ঘুরে, সুযোগ পেলে তোমাকে জড়িয়ে না ধরে, তোমার ঠোঁটে চুমু না খেয়ে ছুটি কাটানোর অভ্যেস যে আমার নেই!!!
তোমার কি আমার কথা একবারও মনে পড়ে! যদি পড়ে, তবে কেন এতদিনও একটিবার যোগাযোগ করার চেষ্টা করলে না! আমি যে কতটা কষ্ট, যন্ত্রনা বুকে চেপে রেখে দিন পার করছি তা তোমাকে বোঝাতে পারব না। এই এতদিনের অপেক্ষার প্রহর আমার কাছে এখন অসহনীয় হয়ে উঠেছে। তুমি কি পারনা, সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে আসতে! ফিরে এস প্রিয়তমা, তোমাকে আমার ভালবাসার দিব্যি!
ঐ লাল সাইকেলটা, যেটা আমি আমাদের ভালবাসার স্মৃতি হিসেবে কিনেছিলাম, সেটা আবার ঠিক করেছি। তোমার মনে আছে, কতদিন তোমাকে ঐ সাইকেলে নিয়ে লোকচোখের আড়ালে ঘুরেছি। যেদিন সাইকেলটা নিয়ে বের হয়েছিলাম, তোমাকে সাইকেলে নিয়ে ঘুরবার ঐ স্মৃতি গুলো বারবার মনে পড়ছিল। আমাদের কি আর কখনও ঐরকম সময় আসবে? আমি প্রতীক্ষায় আছি............
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



