আমি তোমাকে দোষ দিই না, আমার উপর অভিমান করার শতভাগ অধিকার আমি সবসময়ই তোমাকে দিয়ে এসেছি। তবে এভাবে অভিমান করে এতটা নিশ্চুপ থাকা যায়! তোমার এ অভিমান করে দুরে সরে থাকা আমার জন্য কতটা মনকষ্টের কারন তা তোমার অজানা নয়, শুধু মনকে এই বলে মানিয়ে নিই, "নিশ্চয় ও কোন সমস্যায় আছে, সমস্যা কেটে গেলেই আবার ও আমার কাছে ফিরে আসবে"।
আমি জানি, আমার প্রচেষ্টায় ঘাটতি ছিল। আমার যে ভাবে তোমার খোঁজ নেবার প্রয়োজন ছিল, তুমি যতটা আশা রেখেছিলে, আমি তা পূরন করতে পারিনি। তবে এর কোন কিছুই উদ্দেশ্য প্রনোদিত ছিলনা। আমার স্বভাব তোমার জানা থাকার কথা, যখন আমি প্রচন্ড হতাশায় ভুগি কিংবা মারাত্বক চাপের মুখে থাকি, তখন আমার লেখা বের হয়না। শুধু ছটফট করতে থাকি! আমি সবসময় ঠিক ঐ অবস্থার ভিতর দিয়েই যাচ্ছি এখন, লেখার চেষ্টা করি কিন্তু এক দুই লাইন পর আর লেখা বের হয়না। এখন চেষ্টা করছি, একটু নিয়মিত ভাবে তোমাকে লিখবার জন্য। আমি জানি, আমাকে না দেখে, আমার কথা না শুনে, আমার স্পর্শ না পেয়ে তোমার ভীষন কষ্ট হয়। আমিও তো একই নরক জালায় জ্বলতে থাকি সর্বক্ষন! যখন তুমি ছিলে, ঘনঘন বাসায় যেতাম, এখন বাসায় যায় কালেভদ্রে, যদিওবা যায়, মনস্থির রাখতে পারি না। বাসা থেকে বের হলেই, সেই চেনা জায়গা গুলোর আশপাশ দিয়ে গেলে পুরোনো স্মৃতি মনকে এমন ভাবে গ্রাস করে যে দমবন্ধ মনে হয়! আমি তোমাকে ছেড়ে এই একলা এতদূরে কতটা যন্ত্রনা অনুভব করি তা তোমার ভালই জানা। তারপরও কি আমার উপর অভিমান করা তোমার সাজে! তুমি জানো, তোমার পাওয়া ছোট অগোছালো ক্ষুদে বার্তা গুলো আমার অক্সিজেন,তাই হাতজোড় করে বলছি, এভাবে দুরে থেকোনা, সাড়া দাও প্রিয়তমা!!!!
আমি আমার পক্ষ থেকে যা যা করা দরকার, তার সবটুকুই করছি কিন্তু কোন উপায় খুঁজে পাচ্ছিনা! অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়, আমার হয়েছে সে অবস্থা! তুমি তো বলেছিলে, আর কিছুদিন পরেই তোমার দেখা পাব। তোমার সেই কিছুদিন কবে হবে, কবে তোমার মুখটা আবার দেখতে পাব! জানি, তোমার নিয়ন্ত্রনে কিছুই নেই, তাই তোমার প্রতি কোন অভিমানও নেই, রয়েছে শুধু অপেক্ষা.........
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



