দেখতে দেখতে আবার এসে গেল আরেকটি জন্মদিন। দিন, মাস, বছর সব আলোর গতিতে পার হচ্ছে মনে হয়। কিন্তু আমার মনের বয়স মনে হয় আগের মতই রয়ে গেছে। প্রথম যেবার তোমার সাথে জন্মদিন পালন করেছিলাম সেদিনের কথা এখনও মনের মাঝে জ্বলজ্বল করে। তুমি আমায় একটি ঘড়ি উপহার দিয়েছিলে। সেটা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি। আর মনের মাঝে রেখে দিয়েছি তোমার সাথে কাটানো মধুর সময় গুলোর স্মৃতি। এগুলোই তো এখন আমার অবলম্বন।
আজ কতদিন হয় তোমাকে সামনা সামনি দেখিনা, তোমাকে একটু খানি ছুঁয়ে দেখতে খুব ইচ্ছে হয়, মনে হয় সাত সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে চলে যাই। কিন্তু সে সাধ্য তো আমার নেই! মাঝে মাঝে টুমি যখন কিছু সময়ের জন্য ডুব দাও, মনে হয় এই বুঝি তুমি চলে আসবে, হঠাৎ করে আমাকে চমকে দিয়ে তোমার একটা ফোন আসবে, আমি সবকিছু ফেলে শুধু তোমাকে প্রানভরে দেখার জন্য ছুটে যাব। কিন্তু কিছু সময় পরেই আবারও হতাশ হতে হয়। তাই মাঝে মাঝে সবকিছু ভুলে থাকার চেষ্টা করি, পারিনা! তুমি আমার রক্তে মিশে গেছ অদ্ভুত এক মাদকের মত!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



