আজ আমার পোর্টেবল হার্ড ডিস্কে এক্টি ফোল্ডার পেলাম যার নাম System Volume Information।
আমি বর্তমানে জানালা ওলা ল্যাপি ইউজাই।
সমস্যা হল এই ফোল্ডারটি আমি উইন্ডোজে কখনো খুজে পাইনি। ফোল্ডার সিষ্টেম আন-হাইড করেও পাইনি।
কিন্তু আমার ম্যাক বুকে এটি দেখাচ্ছে , অল্প স্পেস হলে আমি মাথা ঘামাতাম না কিন্তু এর স্পেস ২৭.৬ জিবি!!!!
এখন প্রশ্ন হল
১। এটা ডিলেটে কি কোন সমস্যা আছে কি না??
২। যেহেতু এখন সবসময় আমি ম্যাক ইউজ করতে পারছি না তাই আবার এমন ফাইল তৈরী হলে কিভাবে বুঝব??
৩। এত স্পেস হওয়ার কারন কি??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




