সম্মানিত ব্লগ পাঠকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
আমি এই বিভাগে নতুন এবং নিজের ভাষায় এখানে নিজের মতো করে লিখতে পারি বলে বেশ ভালো লাগছে।
আমি একজন প্রবাসী এবং এখানে আমার মতো আরো অনেক প্রবাসীর লিখা দেখেছি। আমি আমাদের বাংলাদেশী পাসপোর্ট এর বিষয়ে কিছু সমস্যার কথা তুলে ধরতে চাই যা হয়তো আমার মতো আরো অনেকেই মুখোমুখি হয়েছেন। প্রথমতো আমাদের বাংলাদেশের পাসপোর্ট এখনো হাতে লিখেন যেখানে পাশের দেশ ভারত বা নেপালও কম্পিটারইজন প্রিন্ট করেন। এই হাতে লিখা পাসপোর্ট নিয়ে বিভিন্ন এয়ারপোর্ট এ নানান ধরণের হয়রানির শিকার হতে হয়। জন্ম তারিখ টা এমন ভাবে লিখা হয় যে যদি কেউ পাসপোর্ট ফটোকপি করেন তাহলে তা আর দেখা যায়না। তারউপর ফটো নিয়ে সমস্যা। সেই পুরানো সিস্টেমের কারণে অনেকেই নাকি ফটো চেন্জ করে পাসপোর্ট ব্যবহার করেন, তানিয়ে পড়তে হয় আরেক জামেলার মধ্যে। যে কোন এয়ারপোর্ট অথরিটি বাংলাদেশী পাসপোর্ট পেলে তানিয়ে অনেক নিরিক্ষা করেন। কখনো কখনো অযথাই হয়রানির শিকার হতে হয়। সবচেয়ে দুঃখ লাগে যখন আমাদের পাসপোর্ট আমাদের পেশা লিখেন, ড্রাইভার, কুক, লেবার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। কোন উন্নত দেশের পাসপোর্টে "পেশা" বলে কোন অপশন থাকেনা।
যেখানে পাসপোর্ট আমার জাতীয়তার পরিচয় বহন করে সেখানে কেনো এই পেশা উল্লেখ করতে হবে। তার উপর কুক, লেবার, ড্রাইভার অথবা একাউন্টেন এগুলো কোনভাবেই পেশা হতে পারেনা। এটা হয়তো কারো পদবী হতে পারে। একান্তই যদি উল্লেখ করতে হয় তাহলে সেখানে - চাকুরিজীবি, ডাক্তার বা ব্যবসায়ী ইত্যাদি উল্লেক করতে পারে।
একজন মানুষের পদবী কখনো কোন পেশা হতে পারেনা। কেনো আমাদেরকে বিশ্বের অন্যান্য জাতির কাছে এই ভাবে অসম্মানি করা হচ্ছে আমাদের সরকারের কাছ থাকে তা আদৌ জানিনা।
তারপর আবার আমাদের দূতাবাস গুলো এই পাসপোর্ট রেনিউ করতে গেলে পদবীর উপর চার্জ করেন যাহা অন্য কোন দেশের নাগরিককে এমন পরিস্থিতির শিকার হতে হয়না।
অত্যান্ত দুঃখ লাগে যখন এয়ারপোর্ট অথরিটি আমাদেরকে নিয়ে নাকচিটকায় এসব বিষয়গুলো নিয়ে।
এখানে অনেকই আছেন যারা হয়তো আমার বলার ইচ্ছাটা বুঝতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি আমাদের বর্তমান সরকারকে যারা দিন বদলের আহবান জানিয়েছেন তাদের কে বলতে চাই এবার কিছু করেন।
জাতিসত্ত্বার এই সুন্দর পরিচয় বহন কারী বইটির উন্নতি সাধনে আপনাদের একান্ত আন্তরিক দৃষ্টি কামনা করছি, সাথে সাথে বাংলাদেশের দূতাবাস গুলোতে সুদক্ষ জনবল আশা করি যাদের নুন্যতম ভালো ব্যবহার এর অভ্যাস আছে। কারণ আমরা চাইনা যে ওদের কাছে আমরা আর কোনভাবে হ্যস্ত ন্যস্ত হই।
ধন্যবাদ সবাইকে ...... যদি কারো এই বিষয়ে আরো জানা থাকে লিখলে খুশি হবো সাথে সাথে এইও বলছি আমার লেখা হয়তো অতটা সাজিয়ে লিখতে পারিনি যারা এখানে নিয়মিত লিখেন। আশা করি ভুল দৃষ্টি মার্জিত হবে আপনাদের কাছে।
এমদাদ
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




