এইবার কি হৈইবো।একবার ৭ দিনের জন্য ফেসবুক বন্ধ হইছিল বাংলাদেশ এ।তাতেই বাংঙালীর জান শেষ হইবার লাগছিল।তো এইবার কি হৈইবো...
সংবাদ সম্মেলনে ৫০ কোটি মানুষের প্রতি যে অপ্রিয় কথাটি বলেই ফেললেন জুকারবার্গ, তাতে কি তার চোখটাও ছলছল করে ওঠে নি একবারের জন্যেও?
মার্ক জুকারবার্গ। পৃথিবীর সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার। ২০০৪ সালে ফেসবুক বানিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন সারা পৃথিবীতে। মাত্র ৬-৭ বছরে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারীর প্রিয় এই ওয়েবসাইটটি এখন বিশ্বের ২য় সর্বোচ্চ পরিদর্শিত ওয়েবসাইট।
সম্প্রতি মার্ক জুকারবার্গ বলেছেন, ২০১১ সালের ১৫ মার্চের পর বন্ধ হয়ে যেতে পারে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ ফেসবুক নামের ওয়েবসাইটটি। কোটি কোটি ব্যবহারকারীর চাপ ব্যবস্থাপনা দিন দিন জটিল থেকে জটিল হয়ে পড়ছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন জুকারবার্গ।
পৃথিবীর বড়ো বড়ো আর্থিক প্রতিষ্ঠান হাত বাড়িয়ে দিতে চেয়েছে ফেসবুক-এর জন্য। তবু, মার্ক বলছেন, না। তার ভাষ্যমতে, ১৫ মার্চ থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ আর নাও পেতে পারেন। ফেসবুক বন্ধ হওয়াটা নিঃসন্দেহে কষ্টদায়ক, মর্মাহত। তারপরও হয়তো নেতিবাচক সিদ্ধান্তই চূড়ান্ত ঘোষণা আকারে আসতে পারে বলে ইঙ্গিত দিলেন তিনি।
জুকারবার্গ বলছেন, ফেসবুকের ইতি মানেই তো আর বন্ধুত্বের ইতি নয়! পৃথিবী যতোদিন থাকবে, ততোদিন বন্ধুত্বও থাকবে।
পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যম তাই ফেসবুক ব্যবহারকারীদেরকে তাদের যাবতীয় তথ্য, চিত্র ও ভিডিও নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে। তবু, মার্চ না আসলে হলফ করে কিছুই বলা যাচ্ছে না।
দেখুন : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




