বরাবর,
দৈনিক হতাশার কাগজ,
ঢাকা
জনাব,
আপনার বহুল প্রচারিত স্বনামধন্য "দৈনিক হতাশার কাগজ" পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত পত্রটি ছাপিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতার্থ হব।
তাং ১-১১-২০১০ নিবেদক,
বলদ
আক্যাইম্মা গ্রাম বাসির পক্ষে।
ইভটিজারদের উপদ্রব প্রতিরোধ করা হোক
জনাব,
"ক" জেলার অন্তর্গত "খ" উপজেলাধীন আকাইম্মা একটি বরধিষনু ইউনিয়ন। ইদানীং ইভটিজার তথা বখাটেদের উপদ্রবে এলাকাবাসীর বিশেষ করে মেয়েদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তা ঘাটে তারা মেয়েদের দেখলে শিষ বাজায়, ওড়না ধরে টান দেয়, অশ্লীল কথা বলে। কোনো ম্যেয়েকে পসন্দ হলে তো কথাই নাই, তারা তার জীবন অতিষ্ঠ করে তুলে। তাদের পিতা মাতা কে বলে কিছু হয়না। আইন-শ্ৃঙ্কলা বাহিনী তাদের হাতের মুঠোয়। তাদের ভয়ে পিতামাতারা সন্তান্দের ইস্কুল এ যাওা বন্ধ করে দিতে বাধ্য হই, এমনকি বিয়ে দিতে ও কার্পণ্য করে না।
এমতাবস্তায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকায় ইভটিজার দের নিবারনের ব্যবস্থা করে এলাকাবাসী কে দুর্ভোগের হাত হতে রক্ষার জন্নে আবেদন জানাচ্ছি।
নিবেদক
বলদ
আক্যাইম্মা গ্রাম বাসির পক্ষে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ রাত ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




