আগেই বলে নেই - এই পোস্টটা শুধু মাত্র মুসলমান ভাই/বোনদের জন্য লেখা।
আমি আজকে চিন্তা করছিলাম যে আমাকে যদি কেউ এসে বলে যে পরবর্তী পাঁচ মিনিট যদি আমি কোনো খারাপ কাজ না করি, কোনো গীবত না করি, কোনো অশ্লীল জিনিস না দেখি, কোনো মিথ্যা কথা না বলি, কারো অপকার না করি তাহলে এর পরের পুরা বছরটা আমার খুব আরাম-এ কাটবে - কোনো কাজ করতে হবে না. শুধু শুয়ে বসে থাকব. মজার খাবার দাবার খাবো. আনন্দ করব. কোনো কষ্ট থাকবে না। এরকম বলা হলে মনে হয় আমি না, মোটামুটি যে কেউ-ই পাঁচ মিনিট এর জন্য এই সংযম টুকু দেখাতে পারবেন। আচ্ছা, এখন যদি বলি সংযম টা এক ঘন্টার জন্য করতে হবে কিন্তু তার বিনিময়ে ১০ বছর আনন্দে কাটাতে পারব...কোনই চিন্তা থাকবে না, তাহলেও আমার মনে হয় বেশির ভাগ-ই আমরা পারব। কিন্তু যদি এই সংখ্যা গুলা আরেকটু পরিবর্তন করে এক মাস আর একশ বছর বানিয়ে দেই তাহলে অনেকের জন্য জিনিষটা একটু কষ্ট হবে। অথচ...ratio কিন্তু একই রকম প্রায়। চাইলে হয়ত এইখানে একদম সঠিক সংখ্যাটা দিতে পারতাম যাতে অনুপাত একদম একি হয়। কিন্তু সেইটা মূল বিষয় না দেখে দিলাম না।
আমাদের এই দুনিয়া আর আখিরাত-এর জীবন এর ব্যাপারটাও কিন্তু সেইরকম। কিন্তু আমরা বড় অনুপাত-এ চিন্তা করি দেখে ঐটার আছর কম হয়। আমরা ধরি যে আমরা আরো ৪০/৫০ বছর বাচবো। সেই সময় টা ভালো থাকলে আমরা অনন্ত কাল সুখে থাকব। এইটা আমরা জানি কিন্তু আমাদের আচরণ-এর উপর সেইটার প্রভাব কম পরে। কিন্তু যদি আজ থেকে আমরা আমাদের জীবন তাকে আসলেই পাঁচ মিনিট এর মত ভাবা শুরু করি তাহলে মনে হয় জিনিষটা অনেক সহজ হয়ে যাবে। মানে আমার যখন একটা খারাপ কাজ করতে ইচ্ছা হবে...তখন যদি চিন্তা করি ঐ কাজ থেকে পাঁচ মিনিট বিরত থাকলেই তো এক বছরের আরাম নিশ্চিত..তাহলে হয়ত নিজেকে সংবরণ করাটা একটু হলেও সহজ হবে।
ভালো থাকবেন সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




