সাংবাদিক না হওয়ায় আজ আমার বেশ আফসোস হচ্ছে। অনেকেই বলতে পারেন, 'কেন বাবা সাম্বাদিক হওয়ার এত খায়েশ কেন বাবা?' না তেমন কিছু না। শুধুমাত্র আজ গ্রায়েম স্মিথের সংবাদ সম্মেলনডা একটু কাভার করার ইচ্ছা। বেচারার করুণ মুখটা দেখবার বড়ই ইচ্ছে করতাছে। হ্যারায় যে চোকার না এইডা যে আমাগো কত্তভাবে বুঝাইলো সংবাদ সম্মেলনে। আহারে আমার তো মায়াই লাগতাছে। আমি অবশ্য খুশি। এক আফ্রিকা সাপোর্টার বন্ধুর লগে বাজি হইছিল আজ আফ্রিকা হারবো। আমি বাজি জিতছি এবং দোস্ত আমারে অনেক জম্পেশ খানা খিলাইছে। আফ্রিকা এখন পর্যন্ত বিশ্বকাপের নক আউট খেলায় জিতে নাই।
বেচারারা ৯২ সালে সেমিফাইনালে ১ বলে ২২ রানের খাড়ায় পইরা ইংল্যান্ডের কাছে হাইরা বাদ পড়ল।
৯৬ সালে রাজপুত্র লারার রাজসিক ইনিংসে কোয়ার্টার ফাইনালেই হাইরা গেল।
৯৯ সালে সারা টুর্নামেন্টে নার্ভহীন ক্লুজনারের সামান্য সময়ের নার্ভাসনেসের কারণে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে ড্র কইরা বাদ পড়ল।
২০০৩ এ নিজের দ্যাশে গ্রুপ পর্বেই বিদায় তাও বৃষ্টি আইনে এক রানের হিসাব নিকাশ ভুল কইরা।
২০০৭ এ সেমিতে অস্ট্রেলিয়ার জোয়ারে ভাইসা গেল।
২০১১ তে কি হইল তা তো আপনেরা দেখলেনই।
অগোরে নিয়া আর কিছু কওয়ার নাই। ভাল খেলুক আর সূর্য পুবে উঠে এবং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এই ধ্রুব সত্যের মত হ্যারায় চোকার্স এই কথাটাও আজীবন ধ্রুব সত্য হিসেবে অম্লান রাখুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


