ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ নতুন ধরনের জঙ্গীবিমান সাইয়েকেহ বা বজ্র'র একটি স্কোয়াড্রন চালু করেছে। এ জঙ্গীবিমান সম্পর্কে ইরানের বিমান বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা জেনারেল মোহাম্মাদ আলাভি জানিয়েছেন, বিমানটি খুবই উচ্চ গতি সম্পন্ন এবং ব্যাপকহারে এ বিমানের উৎপাদন শুরু হয়েছে। বিমানটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ইরানের আকাশ শত্রু মুক্ত রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
জেনারেল আলাভি আরো জানান, ইরান বর্তমানে নানা ধরনের কৌশলগত অস্ত্র তৈরি করছে এবং সেগুলো নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। এ ছাড়া, ইরান মারাত্মক ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমাও তৈরি করেছে বলে জেনারেল আলাভি উল্লেখ করেন। এ ধরনের বোমার ব্যাপকভিত্তিক উৎপাদনের প্রথম পর্বের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। তিনি জানান, এখন এ বোমার ধ্বংস ক্ষমতা আরো বাড়ানোর কাজ চলছে। এর আগে, ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমকক্ষ গাইডেড মিসাইল তৈরি করেছে যা ভূমি থেকে বোমারু বিামনকে আঘাত হানতে সক্ষম।
রেডিও তেহরান
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১১ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




