সম্প্রতী বিচার কার্য শুরু হয়েছে। অনেকদিন পর হলেও সেটা আশার কথা এবং এই উদ্দোগ কে স্বাগত জানাই। কিন্ত বিচার হচ্ছে কিসের? যুদ্ধাপরাধী নাকি মানবতাবিরোধী অপরাধের? সবাই বলে যুদ্ধাপরাদীর বিচার চাই, চলছে মানবতাবিরোধী অপরাধের।
যদি মানবতাবিরোধী অপরাধের বিচার হয়, তাহলে সেটা শুধু ১৯৭১ কেন? ২০১০ সাল পর্যন্ত সব মানবতাবিরোধী অপরাধের নয় কেন?
আর যদি যুদ্ধাপরাধের বিচার হয়, তাহলে গোলাম আযমের বিচার হবে, কিন্ত শেখ হাসিনার বেয়াই (পুতুল এর শশুর) এর কি বিচার হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার বেয়াই রাজাকার হলেও ভাল ছিলেন, তাহলে তো গোলাম আযম রাজাকার হয়ে খারাপ হলো কেমনে।
মুক্তিযুদ্ধ দেখি নাই। এর সঠিক ইতিহাসও জানার ব্যবস্থা নাই। সকল রাজনৈতিক দল নিজেদের পক্ষে যুক্তি দিয়ে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করে। এই কারণে, সামনে এমন এক জেনারেশন আসছে, যারা বলবে, যত মানুষ যুদ্ধে শহীদ হয়েছেন তাদের তালিকা চাই। যত মা-বোন নির্যাতিত হয়েছেন তাদেরও তালিকা চাই। যারা মুক্তিযুদ্ধ করে বেচে আছেন, তাদের প্রমাণ চাই। অপেক্ষায় থাকলাম, সেদিন রাজনৈতিক দলগুলো কি করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




