কিছুদিন আগেই 'চল চল, ঢাকা চল' কর্মসূচীর মাধ্যমে লক্ষ কোটি টাকা অপচয়/খরচ করে বিরোধী দলের এক বিশাল পিকনিক হয়ে গেল, আর এই উসিলায় সরকার অদ্ভুত ভৌতিক এক পরিস্থিতি সৃষ্টি করে এদেশের মানুষকে নতুন কিছু শিখালো।
এবার সরকারী দল চট্টগ্রামে মহাসমাবেশ উপলক্ষে বিরোধী দলের কাছ থেকে শিক্ষা নিয়ে আরো বেশি খরচ/অপচয় করার টার্গেট নিয়ে কত লক্ষ-কোটি টাকার ব্যানার (প্যানাফ্লেক্স), বিলবোর্ড, পোষ্টার লাগিয়েছে এর হিসাব কয়েকজন একাউণ্টেন্ট মিলে শেষ করতে পারবে বলে মনে হয় না।
গ্রাম থেকে একজন দুর সম্পর্কের আত্নীয় এসেছেন বেড়াতে। রাতে আমাকে পেয়ে জিজ্ঞেস করলেন চট্টগ্রামে কি কোন ভোট (নির্বাচন) হবে নাকি। হাসিনার এত ছবি কেন চারিদিকে।
আমি বলি, লাভ কি/কার হচ্ছে। এত টাকা নষ্ট করছে শুধুমাত্র একদিন গলাবাজি করার জন্য! আর কত নিজের প্রচার। প্রসার যা হওয়ার হয়ে গেছে। দেশের মানুষকে শান্তি না দিতে পারলে নাই, অন্তত অশান্তি আর সৃষ্টি করবেন না।
আপনাদের কাছে দেশের মানুষ মাফও চায়, দোয়াও চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




