আমি তবুও শেষ ভাবতে পারি
যেখানে সবার সীমানা আঁকা হয়ে গেছে
পেছন ফিরে হাঁটার সময় অবশ্য এখনো চলে যায় নি
তবে,কেন যাব না?
আমার স্টেশনটা নাহয় একটু ছোটই হোক,অনেকটা
দুরে,হোক জনমানবহীন,শুধু একটাই কাঠের বেঞ্চি থাকুক
প্লাটফর্মে,যাকে ট্রেন থেকে দেখতে পাব কুয়াশায় ডুবে আছে
কি অন্তর্মুখী লজ্জায়,আমি তবু সেই বেঞ্চিতেই বসব একা,
দু হাত ঘষে ফু দেব,কেও না আসুক,আমি
যাব না জনারন্যে অসহায় নাগরিক কোন জঙ্গশনে
যেখানে যাত্রা শেষে প্ল্যাটফর্মে বৃদ্ধ্বরা
সর্বস্ব হারালো বলে কাঁদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


