অনেক হয়েছে এবার যাওয়া যাক
এভাবেই কেটে গেছে পুরোটা সময়
এভাবেই কেটে গেছে পুরোটা জীবন
কবরের স্মৃতিফলকেরা বড্ড অবাক!
অনেক হয়েছে এবার তবে যাই
দেখা হবে আবার যদিও জানি হবে না
নতুন পাতারা জন্ম নেবে আবার
ঝরা পাতাদের আশা নেই নতুন করে বাঁচবার।
কষ্ট যত পুড়িও শীতের ভোরে
আর কত পেতে পারো এ কৈশোরে
তার হাত না হয় ধরবে আসছে দিনে
অথবা শীতের চাদর জড়িয়ে ঘুমিয়ে যাবে।
অনেক হয়েছে, এবার থাকা যাবে না
রেলগাড়ি কারো জন্যে কখন থামে না,
ভাল থেকো ভাল থেকো সব ভুলে যাও
যদিও জানি কোন কিছুই ভোলা যায় না।
( আজ থেকে দু বছর আগে, বছরের শেষদিনে লেখা গান। সবাই উৎসবে আমন্ত্রণে নতুন বছর কে স্বাগত জানায়, চলে যাওয়া উপেক্ষিত সময়টার কি তখন কিছু বলতে ইচ্ছে করে না?
শোনার আমন্ত্রণ রইল সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


