পেনড্রাইভ/মেমোরি কার্ড ফরম্যাট করতে পারছেন না?
দেখায় Windows was unable to complete the format?

চিন্তার কিছু নেই। নিচের টিপস পড়লে এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আশা করি পেনড্রাইভটি সহজেই ঠিক করতে পারবেন।
১. শুরুতেই পেনড্রাইভটি লাগান।
২. সার্চে গিয়ে cmd লিখুন এবং Run as Administrator সিলেক্ট করুন।
৩. Diskpart লিখুন এবং এন্টার দিন।
৪. list disk লিখুন এবং এন্টার দিন।
৫. পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর ডিস্কটি সিলেক্ট করুন(ছবি ও ভিডিওতে select disk 1)।
৬. clean লিখুন এবং এন্টার দিন।
৭. create partition primary লিখুন এবং এন্টার দিন।
৮. active লিখুন এবং এন্টার দিন।
৯. select partition 1 লিখুন এবং এন্টার দিন(আপনার partition নম্বর যত হয় লিখুন )।
১০. format fs=fat32 লিখুন এবং এন্টার দিন।
১১. 100% পর্যন্ত অপেক্ষা করুন, কাজ শেষ।
ধন্যবাদ। সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না।
বুঝতে সমস্যা হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






