#টেক_পোস্ট
আমি আপনাদেরকে দেখাব কীভাবে সহজেই মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে Windows 10 Fall Creators Update এর ISO ফাইল ডাউনলোড করা যায়।
সরাসরি ভিডিওতে দেখতে পারেন।
ধাপ :
১. শুরুতে ব্রাউজারে(Google Chrome) যাব। Customize and control Google Chrome> More tools> Extensions এ যাব।
২. নূতন পাতাটির নিচে Get more extensions এ ক্লিক করি।
৩. User Agent Switcher লিখে Search করি।
৪. User-Agent Switcher for Google Chrome কে Install করার জন্য ADD TO CHROME এ ক্লিক করি।
৫. Install হওয়ার পর আমরা Google এ Windows 10 লিখে সার্চ করি। বিজ্ঞাপন ব্যতীত সরাসরি ডাউনলোড লিংকই আসার কথা... যদি না আসে তবে লিংকটির জন্য এখানে ক্লিক করুন।
৬. এবার আপনি User Agent Switcher for Google Chrome এ গিয়ে Default কে পরিবর্তন করে Chrome on Ubuntu তে সিলেক্ট করুন ও রিফ্রেশ করুন। আপনি ISO ফাইলটি পেয়ে গিয়েছেন।
বিস্তারিত ভিডিও টিউটোরিয়ালে দেখুন...
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






