তোমার প্রতি আমার ভালবাসা হল
ফুটন্ত গোলাপের মত।
আর ভালোবাসার বহিঃপ্রকাশ হলো-
পৃথিবীতে আছে নতুন কুঁড়ি যত।
ইচ্ছে হয় তোমায় আরো গভীরভাবে ভালোবাসতে,
ইচ্ছে হয় যখন তখন দূর সবুজ বনানীর প্রান্তরে,
পড়ন্ত বিকেলে গোধূলির মুক্ত হাওয়ায়,
ঘুরে বেড়াতে ভালোলাগার মুগ্ধতায়।
ইচ্ছে করে জড়াজড়ি করে,
শ্রাবনের অঝোর ধারায় ভিজতে।
আবার কখনোও মন চায়
বকুল আর শিউলি তলায় ফুলেদের সাথে মিশতে।
নিজের হাতে মালা গেঁথে তোমায় পড়াবো বলে।
ইচ্ছে করে শরতের কাশের বনে হাঁটতে আর,
পুরনো ভালোবাসার স্মৃতি বিজড়িত মুহূর্ত গুলোর উপর,
ভালোবাসার নতুন আবির মিশিয়ে রঙিন করে তুলতে।
ইচ্ছে করে কোলাহল ছেড়ে কিছু সময় নির্জনে কাটাতে।
একান্তে বুকের উপর মাথা রেখে
সুখের নিঃশ্বাস ছাড়তে।
ভালোবাসার এতটুকু আশ্বাস পেলে,
বিশ্বাসে রইব অটুট সারাজীবন ধরে,
ভালোবাসার রঙিন পাখনা মেলে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:২৯