হাতের মুঠোয় গলছে সময়, উত্তাপে
মরছে গলির পঁচা ড্রেনের বিদ্রোহী সবুজ
রিকশায় হুড তুলে লুকাচ্ছে সুবাসিত চাঁদ
ঘামে ভিজে অস্পষ্ট পত্রিকার খুনের খবর, আর
মেকাপ ভিজে জবজবে শিল্পকলা একাডেমি’র নৃত্যশিল্পীর, তবু
আকাশের কান্না নেই ছিটেফোটাও; শুধু
ধুলোবালিতে অস্পষ্ট বিউটি পার্লারের বিজ্ঞাপিত মডেল!
কারো প্রার্থণা কি এখনো বাকি-একবিন্দু বৃষ্টি আনতে!
অভিমানে কি এখনো দেবরাজ ইন্দ্র-
দেখে নিতে মুষলধারের সর্বোচ্চ কাঁকুতি?
আসুক, আসুক- বৃষ্টি আসুক, দলবলে
ছাদহীন আদুল শিশু ভিজুক; সাথে ভিজুক
নিউমার্কেটের উগ্র সাজের সুশ্রী বধূ’র বিরক্ত বদন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




