অদ্ভুত অনুভূতি, অদ্ভুত এ পথচলা,-
বাস্তবতার সামনে দাঁড়িয়ে, অসহায় হয়ে থমকে যাওয়া;
কাব্যিক কিছু অনুভূতির, অকস্মাৎ মৃত্যুবরণ!
যাপিত এই জীবনের,- এ এক নিদারুণ আত্মসমর্পণ।
বুঝেও বুঝি না, শুনেও শুনি না,
হয়তো বুঝতেই চাই না, চাই না আর শুনতে!
চাই না আর আপরিসীম প্রতীক্ষার প্রহর গুণতে,
চাই না আর স্বপ্ন রঙিন দিনগুলো,
চাই না আর অহেতুক আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ!
চাই না, চাই না, চাই না; চাই না আর কিছুই।
প্রত্যেকটি ঘটনা পর্যায়ক্রমিক, প্রত্যেকটিই প্রকৃতির নিয়মে শৃঙ্খলিত।
যা পাওয়ার ছিলো, তা হয়তো সম্পূর্ণই পেয়ে গিয়েছি,-
আরও যা পাওয়ার ছিলো, সেটা আর পেতে চাই না।
শুধু একটিই আশা-
প্রিয় মানুষগুলোর প্রিয় মুখগুলো আবার দেখতে পাবার এক অদম্য বাসনা,-
যা পূরণ হবার নয়, কখনোই নয়।
শূন্যতা, এ এক অসীম শূন্যতা, অপরিসীম অপরিমেয় শূন্যতা!
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


