স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণীতে ২৬ মার্চ এর শুরূ থেকেই ভরতে শুরু হল মোবাইল,ফেসবুক আর মেইলিং এ্যড্রেসগুলোর ইনবক্স।ভাবতে ভাল লাগে..'আমরা তোমাদের ভুলবোনা' গানের গীতিকার মুক্তিযুদ্বে'র বীর সেনানি দের মিথ্যা আশ্বাস দিয়ে ভুলাতে চাননি।
মাঝে মাঝে ই গানটি গুনগুন করে গাইতে থাকি।নিজের কাছে অবিরাম প্রমাণ দেয়ার হাস্যকর চেষ্টা-আমি তাদের কে ভুলিনি।
রাজনৈতিক নেতাদের স্মৃতিসৌধ এ শ্রদ্বান্জলী সবসময়ই আমাকে বিনোদিত করে-তাদের অভিনয়ের মুগ্ধ দর্শক আমি।এক এক জনের চেহারায় 'জুম ইন' করি আর তাদের ভাবগম্ভীর অভিব্যক্তিতে নুয়ে পড়ি শ্রদ্বায়;কি অসম্ভব এক ভালবাসায় স্মরণ করছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের!!
আমার বন্ধু-বান্ধব দের দেখি,আমার আত্মীয়-স্বজনদের দেখি,আমার আশে-পাশের মানুষজন দের দেখি-দেশের নেতৃত্বস্হানীয় নেতাদের প্রতি তাদের চরম গদগদ ভাব আমাকে আর ও একবার বিনোদিত করে।দেশের হাড়-মাংস চিবিয়ে খাওয়া এ নেতাদের সাথে কন্ঠ মিলিয়ে তারাও গেয়ে উঠেন..'আমরা তোমদের ভুলবোনা'।
এর চেয়ে ভুলে যাওয়া মনে হয় ঢের ভাল ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





