Jewelmer, সারা পৃথিবীতে একমাত্র মুক্তা উৎপাদনকারী কোম্পানী যারা সফলভাবে সোনালী রঙের প্রাকৃতিক এবং উন্নতমানের মুক্তা উৎপাদন করতে সক্ষম হয়েছে ।
বিভিন্ন গবেষনা এবং জৈবপ্রযুক্তি ব্যবহার করে Jewelmer এক সংকর প্রকৃতির ঝিনুক উৎপাদন করেছে যার নাম Pinctada maxima pearl oysters আর এই নতুন উৎপাদিত ঝিনুক দ্বারা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে বড়, উজ্জ্বল সোনালী মুক্তা । সারা বিশ্বে একমাত্র ফিলিপাইনের দক্ষিন সাগরে এই ধরনে মুক্তা উৎপাদিত হয়ে থাকে ।
ঝিনুকের খোলকের অভ্যন্তরে তৈরী মুক্তোয় ক্যালসিয়াম কার্বোনেট যৌগযোগে মুক্তা তৈরী হয় যা স্তরের কেন্দ্রে সংরক্ষিত থাকে। আদর্শ মুক্তা গোলাকার ও মসৃণ প্রকৃতির হয়। একটি ভালো মুক্তা পেতে ২-৫ বৎসর অপেক্ষা করতে হয় ।
আসুন সোনালী মুক্তা বা মোতির চাষ, আহোরণ অতঃপর অলংকারের কিছু ছবি দেখি যা নেট থেকে সংগৃহিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




