আমি জানি তুই কখনো ফিরবি না, কিন্তু জেনে রাখিস তোর জন্য আমার দুয়ার সবসময় খোলাই থাকবে ।
আমি জানি তুই কখনো ডাকবি না, কিন্তু জেনে রাখিস আমার সেল সবসময় তোর ফোনটিরই অপেক্ষায় থাকবে ।
আমি জানি আর কখনো আমায় মনে করবি না, কিন্তু জেনে রাখিস আমার প্রতিটি নিঃশ্বাসে তোর নামই মিশে থাকবে ।
আমি জানি আর কখনো আমায় ভালবাসবি না, কিন্তু জেনে রাখিস আমার এক সমুদ্র ভালবাসা সবসময় তোরই থাকবে ।
নামায হয়ত নিয়মিত পড়া হয় না । কিন্তু যখনই পড়ি, স্রষ্টার কাছে এই প্রার্থনাই সবসময় করি- তিনি যেন তোর সমস্ত কষ্টের বিনিময়ে আমার সবটুকু সুখ তোকে দেন ।
কি করবো বল ?
ভালবাসি তো......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




