মুক্তিযুদ্ধ নিয়ে সামিনা চৌধুরীর গাওয়া এক অসাধারন গান।
গীতিকার- নজরুল ইসলাম বাবু এবং সুরকার- শেখ সাদী খানের অনন্যসাধারন সৃষ্টি।
কিন্তু কোন এক কারনে গানটি প্রচার পায়নি।
আশা করছি ভাল লাগবে।।।।।
মাগো......
আমায় তুমি এত দেখেও চিনতে পারলেনা
একাত্তরের বীরবাহিনীর আমি একজনা।।।
ডালের পঙ্খী ডাল ছাড়িল
হালের চাষী হাল ছাড়িল
দেশের মানুষ হইল দেশান্তর;
নয় মাসের এক যুদ্ধ হইল
ভাই হারাইল বোন হারাইল
স্বাধীনতা আইলরে তারপর,
হায়রে পোড়া কপাল এমন
সেই কথা কেউ মনে রাখল না।।
দিনে দিনে দিন বাড়িল
যুগ-জনমে ঋণ বাড়িল
মনের নদী ভাঙল নিরন্তর;
যার লাগি দেশ স্বাধীন হইল
আশা পাইল ভাষা পাইল
কেউ তাহার লইল না খবর,
হায়রে পোড়া কপাল এমন
পোড়া কপাল জোড়া লাগল না।।।
গানের লিঙ্ক এখানে দিয়ে দিলাম............
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




