পথের শেষ প্রান্তে আজো আমি দাঁড়িয়ে আছি ঠায়
তুমি আসবে বলেছিলে তাই
আমি দেখি পাতারা সব ঝরে যায়, আবার নতুন পাতা গজায়
তুমি আসবে বলেছিলে তাই
যন্ত্রনার এই ব্যাপ্তি কালেও আরো একবার আশারা স্বপ্ন দেখায়
স্বপ্ন দেখায় কোনদিন হয়তো আবার হাত ধরে ক্লান্তিহীন পথ হেঁটে যাবো
স্বপ্ন দেখায় কোনদিন হয়তো রেলের জানালা দিয়ে জ্যোৎস্নার সাথে গাঢ় কুয়াশার মিশে যাওয়া দেখবো দুজনে
স্বপ্ন দেখায় সেই ভূলগুলোকে শুধরে নেবার; আরো একবার
স্বপ্ন দেখায় রঙ্গীন সেই দিনগুলোর; কালের ধাঁধায় আবার হয়তো ফিরে আসবে আরো একবার...
সাদা কালো এই স্বপ্নগুলোকে হয়তো কোনদিন ই আর রাঙাতে পারবো না
তাইতো তুমি আসবে বলেছিলে তাই
পথের শেষ প্রান্তে আজ আমি বড় বেশি একা দাঁড়িয়ে আছি ঠায়
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





