চায়ের সাথে শুক্রবার গিলে ফেলি
পেট মুচড়ে ওঠে
অসংখ্য জারুল ভালো লাগে না-ফুল,
দুর্দান্ত না-এলেই ভালো-হাওয়ার আড়ালে
লুকিয়ে পড়ে হৃৎপিণ্ড
খুঁজি
খুঁজে পেলে এবার লুকিয়ে পড়ি নিজেই
চায়ে ভাসতে থাকা পিঁপড়েটা
মুখ দিয়ে এসেছিলো নাকি সৈয়দা করুণায় ?
খুদ-কুঁড়ো দিয়ে কম তো পুষিনি
নিখোঁজ সংবাদ !
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




