
‘বাংলা বিহার উড়িষ্যা’ নামক যে রাষ্ট্র ছিল তা’ ১৭৫৭ সালে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গিলে খেয়েছে। ১৯৪৭ সালে বৃটিশ ভারত ছাড়ার সময় বিহার উড়িষ্যা এবং বাংলার একাংশ পশ্চিম বঙ্গ ভারতের ভাগে পড়ে। তখন পূর্ববঙ্গ এবং আসাম ও ত্রিপুরার কিছু অংশ পকিস্তানের ভাগে পড়ে। পাকিস্তানের ভাগে যা পড়েছিল তা’ ১৯৭১ সালে বাংলাদেশ নামে স্বাধীন দেশে পরিণত হয়। স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে থাকায় ভারত বাংলাদেশের কিছু সংখ্যক নাগরিকের পরম বন্ধু হয়ে পড়ে। আর কিছু সংখ্যক লোক মনে করে ভারত বাংলাদেশ কেড়ে নেবে। তখন ভারতের সাথে আমাদেরকে স্বাধীণতার জন্য যুদ্ধ করতে হবে। তখন তারা আমাদের শত্রু হবে। তো ভবিষ্যতে শত্রু হবে এ চিন্তায় তারা এখনই ভারতকে শত্রু ভেবে বসে আছে। আর একাত্তরে পাকিস্তান বাংলাদেশের শত্রু থাকলেও ভারতের সাথে আমাদের যুদ্ধ হলে পাকিস্তান আমাদের বন্ধু হবে এ ভাবনায় কিছু লোক এখনই পাকিস্তানকে আমাদের বন্ধু ভাবছে।
যদি কখনো ভারতের সাথে আমাদের যুদ্ধ হয় তখন ভারতকে শত্রু মনে করলেই চলবে। আপাতত পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে উভয় পক্ষের উপকৃত হওয়াকে আমি সংগত মনে করি। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করলে ভারতের বাংলাদেশ পাওয়ার চেয়ে ভারতের দখলে থাকা কিছু অংশ বাংলাদেশের দখলে চলে আসার সম্ভাবনা আছে। কারণ অতীতেও যুদ্ধে বহুবার দিল্লী বাংলার সাথে পরাজিত হয়েছে। সুতরাং যুদ্ধে বাংলার সাফল্যের ইতিহাস একেবারে মন্দ নয়। আমার মনে হয় নিজ যোগ্যতায় স্বাধীন থাকার যোগ্যতা বাংলাদেশের আছে। কেউ বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য যুদ্ধ করলে অহেতুক দু’পক্ষের অনেক ক্ষতি হবে।
ইউক্রেন যুদ্ধে পুতিন পরাজিত হলে অসংখ্য মানুষের প্রাণহানী অহেতুক হবে। আমাদের যোগ্যতা আমাদের বড় প্রবিবেশীদের অজানা থাকার কথা নয়। বাংলাদেশ কেউ গিলে খেলেও এটা তাদের বদ হজম হবে। কারণ এজাতি কারো দাসত্ব নয়, বরং স্বাধীন থাকতে পছন্দ করে। বাংলাদেশ দখল করে এদেশ শাসন করার ক্ষমতা সম্ভবত অন্য জাতির থাকবে না। তো যদি শাসন করার ক্ষমতাই না থাকে তাহলে আর তাদের বাংলাদেশ দখল করার দরকার কি? সবচেয়ে ভালো হয় বাংলাদেশ, মিয়ানমার ও ভারত আপন ভাইয়ের মত অবস্থান করা। এটা তিন দেশের সরকার ও জনগণের বুঝা উচিত। প্রতিবেশির উপকার করলে আমরা তাদের দ্বারা উপকৃতও হতে পারি। তিন দেশের নাগরিকদেরকে আমি বিরোধীতা নয় বরং বন্ধুত্বের উপদেশ দিচ্ছি।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


