
হে দেশ তোমার জন্য তপ্ত একাত্তরে
ঝরেছে অনেক রক্ত! আত্ম বলি দানে
মুক্তিযোদ্ধাদের দল ক্ষোভের তুফানে
এ ষোলই ডিসেম্বরে এনেছে বিজয়।
ঊনিশ শ’ একাত্তর স্মৃতির মিনারে
সে কারণে তাজা ফুল।আনন্দের বানে
ছুটে চলে জনস্রোত অঞ্জলি প্রদানে
এ বিজয় কোন দিন ভুলবার নয়।
লাল সবুজ পতাকা গৌরবে উড়ুক
উম্মুক্ত আকাশ নীলে।হানাদার সব
দলিত মতিথ হোক। আমাদের বুক
মানেনাতো কোন দিন কোন পরাভব।
স্বাধীনতা আমাদের সম্পদ উত্তম
আরাধ্য এ আমাদের জনম জনম।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


