
জামায়াত করলে জান্নাত, না করলে জাহান্নাম- এমন কথা তারা অনেককে বুঝাতে সক্ষম হয়েছে। জামায়তকে টাকা দেওয়া আর আল্লাহকে টাকা দেওয়া এক কথা। বেশ টাকাও আসছে। এবার রাজাকার-ফাজাকার যাই বল লোকেরা মূখ বুঁজে সহ্য করছে এবং জামায়াতকে আঁকড়ে ধরে থাকছে। কারণ তারা মনে করছে কিছুদিন এমন কিছু সহ্য করার পরেই নিশ্চিত জান্নাত।
জামায়ত আল্লাহর কাজ করছে ঠিক তবে সেটা বিনা ওয়াক্তে (সময়)। অথচ আল্লাহর কাজ ওয়াক্তের (সময়) আগে বা পরে করা যায় না।
সহিহ বোখারী ৭ নং হাদিসের (কিতাবুল ঈমান) অনুবাদ-
৭। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। ১। সাক্ষ দেওয়া যে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এবং মোহাম্মদ (সা.) আল্লাহর রাসূল ২।সালাত কায়েম করা ৩।জাকাত দেওয়া ৪। হজ্জ ৫। রমজানের রোজা রাখা।
সহিহ সুনানে ইবনে মাজাহ, ৩৯৫০ নং হাদিসের (ফিতনা অধ্যায়) অনুবাদ-
৩৯৫০। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.)বলতে শুনেছি আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে।
* ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জনসাধারণের সর্ববৃহৎ দলের মাঝে ইসলামের পাঁচ ভিত্তি প্রতিষ্ঠিত হওয়ার পর। অথচ দেশের ৫% লোকের মধ্যেও ইসলামের পাঁচ ভিত্তি প্রতিষ্ঠিত নয়। সুতরাং জামায়ত এখানে ওয়াক্তের (সময়) আগে ইসলাম প্রতিষ্টিত করার চেষ্টা বা জিহাদ করছে। তারা এটা কেন করছে? কারণ জিহাদ জান ও মাল দিয়ে করতে হয়। এ উপলক্ষ্যে জামাত মাল তো পাচ্ছেই এমনকি জানও পাচ্ছে। সেজন্য তাদের দ্বারা আন্দোলন সহজে বাস্তবায়ন করা যায়। সেজন্য চতুর জিয়া এদেরকে ডেকে এনে পথের সাথী বানিয়েছে। জান দিয়ে আন্দোলন করে জামায়াত। আর ক্ষমতা পায় বিএনপি। অবশেষে কৃতজ্ঞ বিএনপি জামায়াতকে ক্ষমতার ভাগও দিয়েছে। অতঃপর জামায়াত নেতাগণ মন্ত্রী হয়ে অবশেষে ফাঁসিতে ঝুলে শহীদ হয়ে জান্নাতুল ফেরদৌসে চলে গেছে। কেউ তো আর দেখছে না তারা কোথায় গেছে। সেজন্য তাদের দলের লোকেরা তাদের পিছন পিছন জান্নাতে যাওয়ার প্রস্ততি সম্পন্ন করছে। তারপর তারা আন্দোলনে ঝাঁপায়ে পড়লে শেষকত কি হয় বুঝা মুশকিল। সেই সব যা হয় হোক জনগণ কিন্তু বুঝতেই পারছে না যে তারা বে-ওয়াক্তে বা অসময়ে জানমাল বিলিয়ে জিহাদ করে আসলে প্রতারিত হচ্ছে। জনগণ যদি সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তারা জামায়াতের ফাঁদে পা দিবে না। আর তখন ইসলামের লেবেল পরেও জামায়াত বিলিন হওয়া থেকে রেহাই পাবে না।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


