
দু’জন সেরা শাসক নিহত। একজন বিতাড়িত। একজন অবরুদ্ধ। একজন মুক্ত আকাশ তলে একাধারে দেশ শাসন করছেন একাধারে এক যুগের বেশী সময়। আমার প্রশিক্ষনার্থী সবাই ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস। তাদের একজনকে জিজ্ঞাস করা হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? সে বলল, বেগম শেখ হাসিনা। তাকে আবার জিজ্ঞাস করা হলো, তাঁর পুত্রের নাম কি? সে বলল, জয় রহমান। বুঝাগেল তাদের এখনো ঘোর কাটেনি। শুনেছি গন্ডারকে সুড়সুড়ি দেওয়ার এক সপ্তাহ পর হেসে উঠে। তো এক যুগের বেশী সময় পরে হুঁস কিছুটা ফিরে তাদের কেউ বলছে- এ কোন হাসিনাকে দেখছি আমরা? এ তোমার খালামনি, সেজন্য তোমার মাকে জেল থেকে ঘরে এনে রেখেছে।
ধ্রিম ধ্রিম বোম ফুটে গুলি ছুটে ঠাঠা। এরাকি মানুষ নাকি কোন ষাড় পাঁঠা? বোম-গুলি থেকে প্রাণে বেঁচে আমার মুখ থেকে সগত উক্ত পদ্য বেরিয়ে এসেছিল। গ্রেনেট হামলায় বিরোধী দল নেত্রীকে হত্যার চেষ্টা হয়েছিল। বিচারককে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণের সেবার পদে থেকে কিছু জনগণের সেবা করতে গিয়ে অন্তর আত্মা কেঁপে উঠতো। তারপর মাসি এসে ঘুম পাড়ানি মাসি-পিসির ছড়া কেটে দুষ্টলোকদেরকে ঘুমপাড়িয়ে দিলেন। কেউ কেউ তো চিরতরে ঘুমিয়ে গেল। এখন বোম নেই গুলি নেই, শান্তির নিরবতা। এখন এক যুগের বেশী সময় পরে ঘুম থেকে জেগে বলছে মাসিকে নাকি কেমন দেখাচ্ছে। তারপর মাসি আবার ঘুমপাড়ানি ছড়া কাটলে স্বপ্নে মাসিকে ভালোই দেখা যাবে।
অন্যদেরকে ঘুম পাড়াতে কিছুটা তন্দ্রা মাসির চোখেও জেঁকে বসেছে, এসুযোগে কিছু চোর-ছেঁচড় কিছু অকাজ করেছে। তাই শুনে তারা ঘুম ঘোরে আলবেলে কিছু বলছে। তথাপি তাদেরকে যদি বলি, বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্র নায়ক মাসি শেখ হাসিনা নয় কি? তখন তারা সম্মতি সুচুক মাথা নাড়ে। কারণ এটা এমন সত্য যা কারো পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। হরতাল, ধর্মঘট ও ভাংচুর মাসি ভালোই সামলে নিয়েছেন। এখন লুটেরা দমন করতে পারলেই যারা আলবেলে জেগে উঠেছে তারা আবার ঘুমিয়ে পড়বে। সুতরাং সবাইকে বলব কুল কুল। ওয়েট এন্ড সি। এখনই উত্তেজিত হয়ে লাভ নেই। জেলের তালা ভাংব ফখরুলকে আনব- শ্লোগানতো শুনতে পাচ্ছি না। তাহলে মাসির পায়ের নীচে মাটি নেই কেমন করে বুঝি?
মাসির পরিবারের মৃত্যু পুরিতে মাসি এদেশে এসেছিলেন। তা্ঁকেও বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে। তখন মাসির পায়ের নীচে মাটি ছিল কি? অতঃপর মাসি মাটি এনে এনে তাঁর পায়ের নীচে সেঁটে সেঁটে শক্ত হয়ে দাঁড়িয়েছেন। জামায়াতকে তাঁর পায়ের নীচের মাটি দেখিয়ে ছিলাম, তারা তা’ দেখতে পায়নি। সুতরাং তাদের নেতাগণ এখন মাটির নীচে। এখনো মাসির বিরোধীরা মাসির পায়ের নীচের মাটি দেখতে না পেয়ে বলছে মাসির পায়ের নীচে মাটি নেই। ওদের সবগুলাই কানার দল। এভাবে কি রাজনীতি হয়? আগে মাসির পায়ের নীচের মাটি এনে নিজেদের পায়ের নীচে সেঁটে দাও। তারপরতো বল মাসির পায়ের নীচে মাটি নেই। তবে যে যাই বলুক আমার দৃষ্টিতে মাসিই সেরা এবং ফুটবলে মেসিই সেরা।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



