আজমত মাঝি এর আগেও নৌকা ডুবিয়েছিলো। এখন তার বয়স আরো বেড়েছে, তথাপি নৌকার হাল তার হাতে গেলো কেন? কর্তৃপক্ষ কি এটাই দেখতে চেয়েছেন যে তিনি কি আবারো নৌকা ডুবাতে পারেন কিনা? তো তিনি তাদেরকে দেখিয়ে দিলেন তিনি আবারো নৌকা ডুবিয়ে দিতে পেরেছেন।তো মাঝি সাব কি বলবেন? তিনি কি বলবেন যে তাঁর আসলে কোন দোষ নেই, নৌকার তলায় ফুটা ছিলো বলেই নৌকা আসলে ডুবেছে।
জায়েদা খালার টেবিল ঘড়ি নিয়ে পাবলিক লাপায় কেন? তারা কি ঘড়ি দেখিয়ে বলতে চায় যে, নৌকার সময় শেষ হয়েছে। তারা কি নৌকাকে যাদু ঘরে পাঠাতে চায়? চ্যানেল 24 এর সাংবাদিককে দেখলাম নৌকার পরাজয়ের খবর দিতে গিয়ে মিটিমিটি হাসছে। হায় সাংবাদিক তুমিও?
এত বছর মসনদে থেকে কি নৌকাওয়ালারা নৌকার তলার কথা ভুলে গিয়েছিলো? নাকি নৌকার তলা দৃষ্টির আড়ালে ছিলো বলে তারা সেদিকে খেয়াল করে নাই। আর এদিকে নৌকার তলায় দৃষ্টির আড়ালো ফুটা হলো। সেই ফুটা ওয়ালা নৌকা গাজীপুরে চালাতে গেলে ডুবে গেল? নৌকা ডুবায় পাবলিক লাফায় কেন? তারা কি ফুটা ওয়ালা নৌকায় আর চড়তে চায় না? সামনে জাতীয় নির্বাচনের আগে যে সময় আছে তাতে নৌকার তলা মেরামত করা যাবে কি? নাকি আরোহী ছাড়াই কোনমতে নৌকাকে ভাসিয়ে ঘাটে নেওয়া হবে? জায়েদা খালার ঘড়ির সময় বলে দিবে সময়ে কি হবে?
বাইডেন চাচায় বুড়ো চোখে উঁকি মেরে কি দেখছে? বিএনপির দাবী মত তিনি তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্বাচন করাতে পারবেন কি? নাকি তিনি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে বিএনপিকে বাধ্য করবেন? ঘড়ির সময় বলে দিবে ভবিষ্যতে কি হবে?
গ্জীপুরের নির্বাচন দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে কি? তারা আজমত মাঝির গলায় জয়ের মালা পরিয়ে রেখেছিল। কিন্তু জায়েদা খালার জয়ে তারা হতবম্ব হয়ে বলল, এটা তবে কি হইলো? আজ সকালে এক খালা বলল, আলু চল্লিশ টাকা হলে খামু কি?
সুষ্ঠ নির্বাচনে জায়েদা খালারাও পাশ করতে পারে শেষমেস এটা প্রমাণ হলো তো? নাকি সুষ্ঠ নির্বাচনের উপকারের কথা আরো বুঝিয়ে বলতে হবে? কোন কারণে আওয়ামী লীগ কোন কাজ করে জনগণ সেটা আজো যদি বুঝতে না পারে তবে সেটা আওয়ামী লীগের দায় নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২৩ দুপুর ১২:১৪