
সূরাঃ ৭২ জিন, ১ নং আয়াতের অনুবাদ-
১। বল, আমার প্রতি অহি প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে এবং বলেছে, আমরাতো এক বিস্ময়কর কোরআন শুনেছি।
* জিন বিষয়ক কথা কোরআনের কথা, এটা বিজ্ঞানের কথা নয়। বিজ্ঞান এখনো জিন খুঁজে পায়নি।বিজ্ঞান এমন অনেক কিছুই খুঁজে পায়নি। জগতের যাবতিয় কথা বিজ্ঞানের পুস্তকে লেখা আছে ঘটনা এমন নয়। ধর্ম বিশ্বাসীগণের এমন অনেক কথাই বিজ্ঞানের পুস্তকে লেখা নেই। ধর্ম বিশ্বাসীগণ বিজ্ঞানের পুস্তকে লেখা নেই এমন কথা গুলো ধর্ম পুস্তক পড়ে বিশ্বাস করে।তারা মনে করে তাদের এ সব বিশ্বাসের প্রমাণের কোন প্রয়োজন নেই। অবোধ সোনাগাজী ও রাজীব নূরকে এসব কথা কেউ বুঝাতে পারে না।
বিজ্ঞানের কথার প্রমাণ আছে, ধর্মের কথার প্রমাণ নেই বলে মানুষ ধর্ম ছেড়ে দিয়েছে ঘটনা এমন নয়। বরং এখনো বিশ্বের আশি শতাংশের বেশী মানুষ ধর্মের অনুসারী। সবচেয়ে বেশী বিজ্ঞানীর দল ইহুদী এখনো ধর্ম ছাড়েনি। কোন ধর্মের অনুসারী যারা নয় তাদের মধ্যেও কিছু বিজ্ঞানী আছে, তো তাতে কি হয়েছে? বিজ্ঞান থাকুক বিজ্ঞান নিয়ে এবং ধর্ম থাকুক ধর্ম নিয়ে। তাতে কোন সমস্যা আছে বলে তো মনে হয় না।সোনাগাজী ও রাজীব নুরের ধর্ম নিয়ে এমন চুলকানী কেন বুঝা যাচ্ছে না। তাদেরকে কেউ তো জোর করে ধর্ম পালন করাচ্ছে না। ধর্ম পালন রাষ্ট্র চালনার অযোগ্যতা, এমন অদ্ভুত ভাবনা ভাবতে সোনাগাজী ছাড়া আর কোন লোককে দেখা যায়নি। এ প্রাণী কোথা থেকে পৃথিবীতে এসে পড়েছে কে জানে?
বিজ্ঞান অমৃত হলেও মানুষ এর ততটাই গিলবে যতটা সে হজম করতে পারবে। বদ হজম হতে পারে বিজ্ঞানের এমন কিছু মানুষকে জোর করেও গিলানো যাবে না। অথচ সোনাগাজী ও রাজীব নূরের কথা শুনলে মনে হয় তারা তাদের কথা জোর করেই মানুষকে গিলাতে চায়।
ধর্ম বিরোধী কথা পৃথিবীতে অনেক হয়েছে, তবে ধর্মকে পৃথিবী থেকে উচ্ছেদ করা যায়নি এটা পরম সত্য।বরং ধর্মের ত্যাজী ঘোড়া এখনো ছুটছে দূর্বার গতিতে। সুতরাং ধর্মের পিছনে না লেগে ধর্ম ও বিজ্ঞানের সমম্বয়ে ভালো কি করা যায় সেই ভাবনাই উচিত বলে আমি মনে করি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



