
সরকারীভাবে বিএনপি জনসেবা করার সুযোগ পাচ্ছে না। যেহেতু বিএনপি জনসেবা করার আকাঙ্খী সেহেতু তারা বেসরকারীভাবে জনসেবা কার্যক্রম জোরদার করতে পারে। দশের লাঠি একের বোঝা প্রবাদটি আমরা বই পুস্তক থেকে জেনেছি। যেহেতু বিএনপি বড় একটি রাজনৈতিক দল সেহেতু তারা সবাই অনুদান প্রদান করে বড় আকারের একটি অনুদান ফান্ড গঠন করতে পারে। তাদের দলীয় সদস্যদের জাকাত সংগ্রহ করে তারা একটি জাকাত ফান্ড গঠন করতে পারে। দু’টি ফান্ড থেকে তারা যদি হত দরিদ্র জনগুষ্ঠিকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করতে থাকে তখন জনগণ বুঝবে দারিদ্র দূরিকরণে তাদের অবদান আছে।
বিএনপির জিয়ার জনপ্রিয়তা দিয়ে তাদের এখন আর দল চলছে না। এখন তাদের দলকে আবার জনপ্রিয় করতে হলে তাদের জনসেবার বিকল্প নাই। তারা যা কিছু করতে চায় তা’ করার জন্য তারা প্রয়োজনীয় জনবল পাচ্ছে না। তাদের সমর্থকরা ভোট প্রদান না করে প্রমাণ করেছে তাদের অন্তত ৩০% ভোটার আছে। কিন্তু এ সমর্থকরা তাদের কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামছে না। কিন্তু হত দরিদ্ররা বিএনপি দ্বারা উপকৃত হলে তারা তাদের জন্য মাঠে নামবে। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সমর্থন করলেও কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামে না। কিন্তু নিম্নবিত্ত কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামে। তাদের সেবা করে বিএনপি তাদেরকে মাঠে নামানোর ব্যবস্থা করতে পারে।
বিএনপি আচানক একবার ও তত্তাবধায়কে দু’বার ক্ষমতা পেয়েছিলো। এর কোনটি এখন বিএনপি পাচ্ছে না।ফলে তাদের বড় নেতারাও দল ত্যাগ করতে শুরু করেছে। হত দরিদ্রদের সেবা করে বিএনপি দেখতে পারে তাদের সহায়তায় দলীয় সরকারে অধীনে লোকাল নির্বাচনে কেমন জয় পায়। তারা যদি হতদরিদ্র জনগোষ্ঠির পাশে থাকে তবে এটা অনেকের দৃষ্টি আকর্শন করবে। সবাই তখন ভাববে এটি একটি ভালো দল। তখন তাদের প্রতি সবার সহানুভূতি বাড়বে। ফলে হয়ত দলীয় সরকারের অধীনেও তাদের নির্বাচনে জয় লাভের সম্ভাবনা থাকবে।
বিএনপি জনসেবা শুরু করলে বহু জনসেবক তাদের পথযাত্রী হবে। এভাবে একদিন যদি তারা পুলিশ, প্রশাসন ও অন্যান্য বাহিনীর সহানুভূতি পেয়ে যায় তাহলে কোন শক্তি আর তাদেরকে হারাতে পারবে না। সুতরাং তাদের জন্য এখন সবচেয়ে ভালো কাজ হতে পারে বেকার বসে না থেকে ব্যাপক হারে বেসরকারী জনসেবায় নেমে পড়া। এত তাদের জনসমর্থন বাড়তেই থাকবে। এ জনসেবা ছাড়া আমি তাদের হারানো গৌরব ফিরে পাওয়ার আর কোন পথ দেখি না।দলীয় সমর্থকদের থেকে ফান্ড সংগ্রহ করে দলীয় কর্মীদের মাধ্যমে জনসেবা কার্যক্রম চালু রাখলে তাদের সংগঠনও দূর্বল হবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



