
বহু দলের খায়েশে ৭৫ ট্রেজেডি ঘটানো হলো, এখন সে বহু দল কই? এক দলের কৃপায় চার দলের ১৪ সীট। যাঁকে বিদায় করা হলো এখন তাঁর কন্যার নিকট সবাই ধরাশায়ী।বিরোধী আন্দোলন খাদে পড়ে গেলো। এখন তারা ভাবছে কে তাদেরকে ক্ষমতা দিবে!অনেক চড়াই উতরাই পেরিয়ে সেই এক দল এখন মসনদে পাকা-পোক্ত অবস্থায় বসে আছে।
অন্য দলের ক্ষমতার জন্য অনেক কিছু করা হলো। সেই তারা দেশের জন্য কি করে ছিলো, আমি তাদেরকে অনেক জিজ্ঞাস করেও কিছু জানতে পারিনি। এখন অন্য দলের ক্ষমতা পাওয়ার উপায় কি? এখন সুমন কান্ড নামক একটা কান্ডের কথা বলা যায়। সেটা হলো ব্যক্তিগতভাবে বেসরকারী জনসেবা। তারপর স্বতন্ত্র হয়ে ভোটের লড়াইয়ে নেমে পড়া। এরকম স্বতন্ত্ররা যদি কখনো জাতীয় সংসদে নিরংকুশ সংখ্যা গরিষ্ঠতা পায়। তারপর তারা যদি স্বতন্ত্র ঐক্যজোট গঠন করে সরকার গঠন করতে পারে তবেই কেবল একদলকে বিরোধী দলে ঠেলে দেওয়া যায়।
যেই দল ক্ষমতায় আছে তারাই স্বাধীণতা এনেছে এবং এখন তারা স্বাধীণতার সুফল ঘরে ঘরে বিতরণ করছে। তো ভুল করে তারা স্বাধীণতার সুফল পরের ঘরের বদলে নিজের ঘরে বিতরণ করলে এর জন্য কিছু বলা যায় না। কারণ ভুল মানুষ মাত্রই আছে। ইনু সাহেবের নিকট থেকে নির্বাচন বিষয়ে কিছু কথা শুনলাম। তিনি বললেন তাঁর নির্বাচনী এলাকার আঠার কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয় নাই। আর সব কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয়েছে। কথাটা আমার মনে ধরেছে। এজন্যই হয়ত কেউ বলেছে নির্বাচন সুষ্ঠ হয়েছে এবং কেউ বলেছে নির্বাচন সুষ্ঠ হয় নাই। ঘটনা হলো যরা নির্বাচন সুষ্ঠ হয়েছে বলেছে তারা সেই সব কেন্দ্রে গেছে যেই সব কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয়েছে এবং যারা নির্বাচন সুষ্ঠ হয়নি বলেছে তারা সেই সব কেন্দ্রে গেছে যে সব কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয়নি।
এদিকে ডা. দিপুমণি জাতীকে যথেষ্ট শিক্ষা দেওয়ার পর এবার জাতির কল্যাণের দায়িত্ব গ্রহণ করেছে। আশা করা যায় তাঁর কল্যাণে জাতির কল্যাণের ষোলকলা পূর্ণ হবে। আমরা কেমন আছি কেউ জিজ্ঞাস করলে বলবেন- আলহামদুলিল্লাহ। এটা মুসলিম রীতি। এ রীতি ভঙ্গ করা যাবে না। তাহলে আল্লাহ নারাজ হবেন। নতুন শিক্ষা উপমন্ত্রী বলেছেন, আমাদের ঈমান অনেক শক্ত। সুতরাং আমাদের ধৈর্যের বাঁধ শীষা ঢালা প্রাচীরের মত শক্ত। সুতরাং যেমন সেবাই আমরা পাই না কেন আশা করি কোন দিন তাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে না। নতুন সরকারের অগ্র যাত্রা দূর্বার গতিতে এগিয়ে চলুক এ কামনা থাকলো।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



