
হনুমান দেবতা এবং বোরাকে কি লজিক আছে? ধর্ম প্রচারক বলেছেন, বিশ্বাসী বিশ্বাস করেছেন ঘটনা এ পর্যন্ত। তাহলে সবাই অবিশ্বাসী হচ্ছে না কেন? কারণ অবিশ্বাসী বিশ্বাস করার মত কিছু বলতে পারছে না সেজন্য।
বিশ্বাসীর মধ্যে সনাতন হিন্দু, তারপর ইহুদী, তারপর খ্রিস্টান, তারপর ইসলাম।এরা পরকাল বিশ্বাস করে এবং ঈশ্বরে বিশ্বাস করে। বোদ্ধ ধর্মে পরকাল ও ঈশ্বর নাই। সেজন্য অবিশ্বাসী বোদ্ধ ধর্ম পছন্দ করে। একদল আছে ধর্মহীন। তারা ঈশ্বরে অবিশ্বাস না করলেও কোন ধর্মে তাদের বিশ্বাস নেই। ধর্মের বিবেচনায় এদেরকেও অবিশ্বাসী বলা যায়।
অবিশ্বাসী চিরকাল ছিলো এখনো আছে। অবিশ্বাসী বলছে একদা বিশ্বাসী থাকবে না। ইসলাম বলছে তখন এ পৃথিবী আর থাকবে না। এখন কথা হলো আমি ইসলাম মানি কেন? ইসলাম প্রচারক মোহাম্মদ (সা.) কিছু বাণী প্রচার করে বলছেন, এগুলো আল্লাহর বাণী। তো আল্লাহর বাণীতে এমন কিছু তথ্য আছে যা মোহাম্মদের (সা.) জানার কথা নয়। সেজন্য মোহাম্মদ (সা.) আল্লাহর বাণী বলে যা প্রচার করছেন আমি তা’ আল্লাহর বাণী বলে বিশ্বাস করি। অবিশ্বাসী মোম্মদের (সা.) প্রচার করা কিতাব আমাকে না মানার জন্য অনুরোধ করায় আমি বলেছি, ঠিক আছে এর চেয়ে উত্তম কোন কিতাব থাকলে নিয়ে আসো। তারপর আমি চিন্তা করব কোরআন বাদ দিয়ে তোমাদের সেই কিতাব পাঠ করা যায় কিনা।
সোনাগাজী লজিক লজিক বলে অনবরত চিৎকার করে যাচ্ছে। আমার কথা হলো সেই সব যদি লজিকই হয়ে থাকবে তবে মানুষ সেইসব মানছে না কেন? রানু বলছে তার কথা হলো সংস্কার। ঘটনা এমন হলে মানুষ তার সংস্কার মানে না কেন? এদের কথাকে আমার ক্যানভাসারের কথার চেয়ে বেশী উপযোক্ত মনে হয় না। এরা অপরের অশুদ্ধতাকে তাদের শুদ্ধতা মনে করে। অথচ এটা কোন লজিক নয়। অপর অশুদ্ধ হয়ে তারাও অশুদ্ধ হতেই পারে, এরা এটা বুঝে না।
বিশ্বাসে লজিক থাকে না, প্রমাণ থাকে না এসব এখন স্বীকৃত কথা। তারপর অবিশ্বাস স্বীকৃত হতে হলে তাতে লজিক ও প্রমাণ থাকতে হবে। তাহলে অবিশ্বাসের লজিক কি? অবিশ্বাসের প্রমাণ কি? অবিশ্বাসীর নিকট থেকে মানুষ এখন এসব জানতে চায়। তারা এসব কাজের কথা বলতে না পেরে অহেতুক কথা বলে মানুষকে বিরক্ত করছে।
বিজ্ঞানী যত বড় বিজ্ঞানী হোক সে তার বিজ্ঞান দিয়ে তার অবিশ্বাস প্রমাণ করতে পারেনি, তাহলে বিজ্ঞানীর কথায় আমরা কেন আমাদের বিশ্বাস পরিত্যাগ করব? এটা কি মামা বাড়ীর আব্দার নাকি? কথায় বলে আমি বুঝি আমার বুঝ তুমি বুঝ তরমুজ। সুতরাং অবিশ্বাসী তার তরমুজ নিয়ে থাকুক। তার ক্যানভাসারী কথায় বিশ্বাসীর বিশ্বাস হারাবে না।
সারাক্ষণ ভাঙ্গা রেকডের মত লজিক ও বিজ্ঞান বলে তারা একটানা চিৎকার করেই যাচ্ছে। অথচ তাদের অবিশ্বাসে মূলত কোন লজিক ও বিজ্ঞান নাই। যন্ত্র-পাতি ও প্রযুক্তিতে বিজ্ঞান আছে ঠিক তবে এগুলো অবিশ্বাস সংক্রান্ত বিজ্ঞান নয়। স্যার বললেন ঢাকা থেকে দিল্লী ষোলশ কিলোমিটার হলে আমার বয়স কত? ছাত্র বলল, স্যার পঞ্চাশ বছর। স্যার বললেন, বিভাবে বললে? ছাত্র বলল, আমাদের এলাকার একটা পাগলের বয়স একশত বছর। আধপাগল হিসাবে আপনার বয়স পঞ্চাশ বছর। এরকম লজিক যদি কেউ বিশ্বাসের বিরুদ্ধে খাটাতে যায় তবে সেটা কে মানবে? বিশ্বাসের বিরুদ্ধে অবিশ্বাসীর লজিক এমন উদ্ভট বিধায় বিশ্বাসী তা’ আমলে নেয় না।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




