
আল-মালিক হে শ্রেষ্ঠ সর্ব অধিপতি
জগতের সকলের।দয়ায় উদার
অনুগতদের প্রতি।তাদের উদ্ধার
নিমিত্ত প্রস্তত আছে মহাপরকাল।
পরকালে অবাধ্যের হবে অধঃগতি
সে বিশ্বাসে অনুগত করে শুদ্ধাচার
ইহকালে।ছাড়ে তারা ঘৃণ্য অনাচার
কাজের সকল ক্ষেত্রে ইচ্ছায় বিশাল।
মালিকের অবাধ্যের বিদ্রোহের মন
অবকাশে স্বেচ্ছাচার ছড়ায়ে অনেক
প্রকাশে শ্রেষ্ঠত্ব তার। তাদের আপন
দ্রোহের সকল কিছু সময়ে প্রত্যেক।
অনুগত তথাপিও দুনিয়া প্রবাসে
মালিকেরে মনে-প্রাণে তারা ভালোবাসে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




